Eid Al Adha Morning Namaz (Photo Credits: ANI)

মুসলিমদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হল ঈদুল আযহা ২০২৫ (Eid Al Adha)। সাড়া বিশ্ব জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই ঈদ উদযাপন করেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং এর বাইরে অনেক দেশেই ৬ জুন, শুক্রবার এই ঈদ পালিত হয়েছে। প্রথা মেনে পরের দিন ৭ জুন, শনিবার ঈদুল আযহা পালিত হচ্ছে ভারতে। এটি বকরি ইদ (Bakri Eid) বা কুরবানির ঈদ নামেও পরিচিত। মুসলিম ধর্মে কুরবানির ঈদ মানে কেবল পশু বলি নয়, কুরবানির মূল অর্থ ত্যাগ, 'ঈমান' রক্ষা করা। ইশ্বর বা আল্লাহর প্রতি নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে উৎসর্গ করা। ত্যাগ করা। সকাল থেকে দেশের বিভিন্ন রাজ্যের মসজিদে ভিড় জমিয়েছেন মুসলিম পুরুষেরা, নমাজ (Namaz) পড়ার জন্যে। দিল্লির জামা মসজিদ, গোরক্ষপুরের হযরত মোবারক খান শহীদ ইদগাহ, মুম্বইয়ের জামা মসজিদ মাহিম দরগায় জড়ো হয়ে চলছে নমাজ পড়া।

দিল্লির জামা মসজিদে নমাজের জন্যে জড়ো হয়েছেনঃ

মুম্বইয়ের জামা মসজিদ মাহিম দরগায় নমাজ

গোরক্ষপুরের হযরত মোবারক খান শহীদ ইদগাহে নমাজঃ

শ্রীনগরের এক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে বিপুল সংখ্যক মুসলিম জড়ো হয়েছেন নমাজের জন্যে

মধ্যপ্রদেশ ভোপালের ইদগাহ চলছে নমাজঃ