এই বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ৮ নভেম্বর। ঠিক তার আগের দিন ৭ নভেম্বর পালিত হবে দেব দীপাবলি। ২৫ অক্টোবর দীপাবলির ঠিক পরের দিন হয়েছে এই বছরের শেষ সূর্যগ্রহণ। মাত্র ১৫ দিনের তফাতে দুটি বিশেষ দিনে দুই গ্রহণ অত্যন্ত তাত্পর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। হিন্দু ধর্ম ও বৈদিক জ্যোতিষে গ্রহণকে অশুভ ঘটনা বলে মনে করা হয়।
চন্দ্রগ্রহণ সব সময় পূর্ণিমাতেই হয়ে থাক। সূর্য, চাঁদ ও পৃথিবী যখন এমন ভাবে এক লাইনে চলে আসে যাতে পৃথিবীর ছায়ায় চাঁদ ঢাকা পড়ে যায়, তখন চন্দ্রগ্রহণ হয়ে থাকে। অনেক সময় পৃথিবীর ছায়া পড়ে গ্রহণের সময় চাঁদের উজ্জ্বল লাল রং দেখা যায়। এর আগে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়েছে গত ১৫ মে। ৮ নভেম্বরের চন্দ্রগ্রহণই হবে এই বছরের শেষ গ্রহণ।
৮ নভেম্বরের গ্রহণ আমাদের দেশের বেশিরভাগ জায়গা থেকেই দেখা যাবে না। যে সব জায়গা থেকে গ্রহণ দেখা যাবে না, সেই সব জায়গায় গ্রহণের সূতক কাল কার্যকরী হবে না। ৮ নভেম্বর ভারতীয় সময় সন্ধে ৫টা ৩২ মিনিটে গ্রহণ লাগবে চাঁদে এবং গ্রহণ ছাড়বে সন্ধে ৬টা ১৮ মিনিটে। পূর্ব ভারত থেকে গ্রহণ দেখা যাবে। কলকাতা, শিলিগুড়ি, পাটনা, রাঁচি, গুয়াহাটি থেকে দেখা যাবে বছরের শেষ চন্দ্রগ্রহণ। এছাড়া কাঠমাণ্ডু, টোকিও, ম্যানিলা, বেজিং, সিডনি, জাকার্তা, মেলবোর্ন, স্যান ফ্র্যান্সিসকো, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক সিটি, লস অ্যাঞ্জেলস, শিকাগো এবং মেক্সিকো সিটি থেকে গ্রহণ চাক্ষুস করা যাবে।