নতুন দিল্লি, ৮ ফেব্রুয়ারি: দিল্লির ৭০টি বিধানসভা (Assembly) কেন্দ্রে আজ নির্বাচনী (Election) ভোটগ্রহণ (Vote)। সিএএ এবং এনআরসি নিয়ে বিক্ষোভের মাঝে ৭০ আসনের দিল্লির রাজনীতি আরও জটিল হয়েছে, ভোটযুদ্ধ পেয়েছে আলাদা মাত্রা। মোট ভোটার সংখ্যা অন্তত ১.৪৭ কোটি। তারাই নির্ধারণ করবেন প্রার্থীদের ভাগ্য।
দিল্লিতে এবার লড়াই আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেসের। ৭০টি আসনেই প্রার্থী দিয়েছে আপ (AAP)। তবে শরিকদের সঙ্গে নিয়ে লড়ছে বিজেপি ও কংগ্রেস। এলজেপি ও জেডিইউ-কে ৩টি আসন ছেড়ে গেরুয়া শিবির। কংগ্রেস লালুপ্রসাদের আরজেডি-কে ছেড়েছে ৪টি আসন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিরপেক্ষ ভোট দেওয়ার আবেদন করেন। এবং অবশ্যই ভোট দিতে যাওয়ার বার্তা দেন। আরও পড়ুন, করোনা আক্রান্ত উহানে এখনও ৮০ জন ভারতীয় পড়ুয়া রয়েছেন, রাজ্যসভায় জানলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর
दिल्ली विधानसभा चुनाव के लिए आज मतदान का दिन है। सभी मतदाताओं से मेरी अपील है कि वे अधिक से अधिक संख्या में लोकतंत्र के इस महोत्सव में भाग लें और वोटिंग का नया रिकॉर्ड बनाएं।
Urging the people of Delhi, especially my young friends, to vote in record numbers.
— Narendra Modi (@narendramodi) February 8, 2020
वोट डालने ज़रूर जाइये
सभी महिलाओं से ख़ास अपील - जैसे आप घर की ज़िम्मेदारी उठाती हैं, वैसे ही मुल्क और दिल्ली की ज़िम्मेदारी भी आपके कंधों पर है। आप सभी महिलायें वोट डालने ज़रूर जायें और अपने घर के पुरुषों को भी ले जायें। पुरुषों से चर्चा ज़रूर करें कि किसे वोट देना सही रहेगा
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 8, 2020
৫ বছর আগে দিল্লির বিধানসভা ভোটে ঝাঁটাঝড় দেখেছিল গোটা দেশ। তারফলে আজকের এই পরিষেবাপুষ্ট দিল্লি। জল, বিদ্যুৎ, শিক্ষা সবক্ষেত্রে প্রায় ছক্কা মেরেছে আপ সরকার। লোকসভা ভোটে রাজধানীর ৭টি আসনই দখল করে বিজেপি। জানুয়ারি শেষ দিক থেকে শাহিনবাগে সিএএ-বিরোধী আন্দোলনকে সামনে রেখে কেজরিওয়ালকে নিশানা করা আরম্ভ করেন বিজেপি নেতারা।
অমিত শাহ, রবিশঙ্কর প্রসাদ, অনুরাগ ঠাকুর এবং প্রবেশ বর্মা, কপিল মিশ্রদের মতো স্থানীয় নেতাদের মুখে গত ক'দিন শাহিনবাগ ছাড়া কোনও কথা শোনা যায়নি। শাহিনবাগ, জামিয়ায় জাতীয় পতাকার আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে বলে স্বয়ং প্রধানমন্ত্রীও অভিযোগ করেছেন। জেএনইউ-তে বারবার হামলা হতে থাকে।