
বাইরে হরিনাম সংকীর্তন চলছিল, তাই আর্তনাদের চিৎকার কারোর কানেই পৌঁছায়নি। আর সেই সুযোগে এক বৃদ্ধার মহিলার গলা বটির কোপ বসিয়ে, অপর এক মহিলাকে মারধর করে বাড়ি থেকে সর্বস্ব লুট করে চম্পট দিল এক দুষ্কৃতী। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদার (Malda) হবিপুর থানার বুলবুলচণ্ডীর তিন নম্বর কেন্দুয়া গ্রামে। আহত বৃদ্ধাকে ইতিমধ্যেই মালদা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে তাঁর বউমাকে অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বটি দিয়ে বৃদ্ধার ওপর হামলা চালায় দুষ্কৃতী
জানা যাচ্ছে, এদিন ভোররাতের দিকে আন্নাবালা মৃধা নামে ওই বৃদ্ধা নাতিকে নিয়ে বাইরে বেরোচ্ছিলেন শৌচকর্ম করার জন্য। সেই সময় এক দুষ্কৃতী তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। প্রথমে ঘরে থাকা বটি দিয়ে আন্নাবালা গলায় কোপ মারে। তারপরে নগদ কিছু টাকা ও সোনার গয়না লুট করে। সারা ঘর তছনছ করে আন্নাবালার বৌমার ঘরে উপস্থিত হয় সেই আততায়ী। প্রতিবাদ করতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ।
মুখোশধারী দুষ্কৃতি লুটপাট চালাল বাড়িতে
বাড়ির ছেলে সুব্রত মৃধা সিআরপিএফে কর্মরত। এবং সে ত্রিপুরাতে থাকেন। ফলে ঘটনার সময় বাড়িতে কোনও ছেলে ছিল না। অন্যদিকে পাড়াতে কীর্তন চলছিল, ফলে সেই সুযোগে সর্বস্ব লুট করে পালায় ওই দুষ্কৃতী। মুখে মুখোশ ছিল বলে তাঁকে কেউ চিনতে পারেনি বলেও জানা গিয়েছে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ