Close
Advertisement
 
শনিবার, ফেব্রুয়ারি 01, 2025
সর্বশেষ গল্প
15 minutes ago
Live

Union Budget 2025-26 Live Update: সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী, আয়করে স্বস্তি মধ্যবিত্তের

ভারত Aishwarya Purkait | Feb 01, 2025 01:03 PM IST
A+
A-
01 Feb, 13:02 (IST)
অবশেষে আয়করে স্বস্তি মধ্যবিত্তের। যে আয়কর কাঠামোর দিকে সকলের চোখ ছিল সেখানেই বড় চমক দিল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে জানালেন, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোন কর দিতে হবে না।

আয়করে স্বস্তি মধ্যবিত্তেরঃ

01 Feb, 12:29 (IST)
২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে বড় ঘোষণা। স্বাস্থ্যখাতে বড় ছাড়ের সিদ্ধান্ত কেন্দ্রের। ক্যানসার-সহ ৩৬টি জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক তুলে নেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
01 Feb, 12:17 (IST)
২০২৫ অর্থবর্ষে রাজস্ব ঘাটতি ৪.৮ শতাংশ অর্থাৎ আয়ের চেয়ে খরচ বেড়েছে ৪.৮ শতাংশ।
01 Feb, 12:10 (IST)
আগামী সপ্তাহেই নতুন আয়কর বিল পেশ হবে সংসদে। শনিবার, ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশের সময়ে তেমনটাই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

আগামী সপ্তাহে নতুন আয়কর বিলঃ

01 Feb, 12:02 (IST)
আমজনতার মুখে হাসি ফুটিয়ে দেশে শতাধিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। জানান, বিহারেই নতুন তিনটি বিমানবন্দর তৈরি হবে। দেশজুড়ে মোট ১২০টি বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে মোদী সরকারের।
01 Feb, 11:52 (IST)
দেশজুড়ে আইআইটি-র সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানান অর্থমন্ত্রী। পাশাপাশি মেডিক্যাল কলেজগুলিতে আগামী পাঁচ বছরে প্রায় ৭৫ হাজার আসন সংখ্যা বাড়ানোর ঘোষণা করেছেন সীতারামন। এছাড়াও সমস্ত জেলা হাসপাতালে ক্যানসার সেন্টার তৈরির কথা জানান তিনি। আগামী ৩ বছরে মোট ২ হাজার ক্যানসার সেন্টার তৈরি হবে, আশ্বাস অর্থমন্ত্রীর। তিনি আরও জানান, সরকারি সেকেন্ডারি স্কুলগুলিতে পড়াশোনার সুবিধার জন্যে ইন্টারনেট পরিষেবা চালু করা হবে।
01 Feb, 11:45 (IST)
মোদী সরকারের ২০২৫-২৬ এর বাজেটে নজর দেওয়া হয়েছে দরিদ্র, যুব, কৃষক এবং মহিলাদের উপর। কৃষকদের মুখে হাসি ফুটিয়ে অর্থমন্ত্রী এদিন ঘোষণা করেন, কিসান ক্রেডিট কার্ডে ঋণের পরিমাণ বৃদ্ধি করা হবে। তিন লক্ষ থেকে বৃদ্ধি করে তা পাঁচ লক্ষ করা হবে।
01 Feb, 11:36 (IST)

বেলা ১১টায় সংসদে বাজেট পড়া শুরু করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে থেকেই সংসদে হট্টগোল শুরু করেন বিরোধী দলের সাংসদেরা। বাজেট পেশের আগে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা নিয়ে আলোচনার দাবি জানিয়েছিল বিরোধীরা। কিন্তু তা না করেই বাজেট পড়া শুরু করেন অর্থমন্ত্রী। ক্ষোভ দানা বাঁধে বিরোধী সাংসদদের মধ্যে। এরপরেই বাজেট পড়াকালীন বিরোধী দলগুলোর সাংসদরা লোকসভা থেকে ওয়াক আউট করেন।

লোকসভা কক্ষ ওয়াক আউট বিরোধীদেরঃ

01 Feb, 11:29 (IST)
সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। জানালেন মোদীর তৃতীয় জামানার বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হবে। মহিলারা যাতে আরও বেশি করে আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়, সে দিকে নজর দেওয়া হবে। কৃষি এবং ক্ষুদ্রশিল্প-সহ ছয়টি ক্ষেত্রে সংস্কার করা হবে। রাজ্যগুলোর সঙ্গে হাত মিলিয়ে উন্নয়নের কাজ করা হবে সেই অঙ্গীকারও দিলেন অর্থমন্ত্রী নির্মলা।  
01 Feb, 11:12 (IST)

ঘড়ির কাটায় ঠিক বেলা ১১টা। সংসদে বাজেট পেশ শুরু করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে বাজেট পেশের শুরুতে বিরোধীরা কিছুটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করে।

বাজেট পেশ অর্থমন্ত্রীঃ

Load More

শনিবার সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। টানা অষ্টমবার বাজেট পেশ করে রেকর্ড গড়বেন নির্মলা। মোদী সরকারের তৃতীয় জামানায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। সেই দিকেই তাকিয়ে রয়েছে দেশবাসী।

Nirmala Sitharaman (Photo Credits: X)
Nirmala Sitharaman (Photo Credits: X)

Show Full Article Share Now