নতুন দিল্লি, ২৯ সেপ্টেম্বর :রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে ভারতের সমালোচনা করেছিলেন পাকিস্তান (Pakistani)-র প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। ইসলামাবদকে ইতিমধ্যেই উপযুক্ত জবাব দিয়েছে নতুন দিল্লি। তবে এখানেই শেষ নয়। আবারও পাকিস্তানের কড়া সমালোচনা করল ভারত। উগান্ডায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে ( Commonwealth Parliamentary Conference)-র বৈঠক বসে শনিবার। সেখানে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে ইসলামাবাদের যাবতীয় অভিযোগকে ‘স্রেফ প্রচার’ বলে উড়িয়ে দিল ভারত। কটাক্ষ করল পাকিস্তানের ‘সেনা শাসনের ট্র্যাডিশন’(military rule is the tradition) নিয়ে।
উগান্ডার কাম্পালায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৪ তম বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি দল কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর উপস্থিতি উত্থাপন করেছিল। যার পাল্টা জবাব দিয়েছে ভারতের প্রতিনিধিদল। লোকসভার সচিবালয়ের এক বিবৃতি অনুযায়ী, ভারতের প্রতিনিধিদলে রয়েছেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরি (Adhir Ranjan Chowdhury), রূপা গাঙ্গুলি (Roopa Ganguly), এবং এল হনুমানথাইয়া (L Hanumanthaiah)। পাকিস্তানকে জবাবে তাঁরা বলেন, পাকিস্তানে সামরিক শাসনের ঐতিহ্য প্রচলিত আছে এবং দেশটি ৩৩ বছর ধরে এ জাতীয় শাসনের অধীনে ছিল। বিবৃতিতে বলা হয়, "পাকিস্তানের দাবি খারিজ করে যোগ্য জবাব দিয়েছেন সাংসদ রূপা গাঙ্গুলি এবং ভারতীয় সংসদীয় প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরায়।" আরও পড়ুন: Onion Price Rise: দামের ঝাঁঝ নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা চাপাল কেন্দ্রীয় সরকার
ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Lok Sabha Speaker Om Birla)। রবিবার ওই সম্মেলন শেষ হবে। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সদস্য রাজ্য আইনসভার প্রিজাইডিং অফিসার ও সচিবরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। এই মাসের শুরুতে, মালদ্বীপে দক্ষিণ এশিয়ার দেশগুলির সংসদের স্পিকারদের শীর্ষ সম্মেলনেও পাকিস্তান কাশ্মীরের বিষয়টি উত্থাপন করেছিল। তবে ভারতের তীব্র বিরোধিতার পরে তা খারিজ হয়েছিল।