RBI Slashes Repo Rate: করোনা মোকাবিলায় ঋণ নেওয়ার পথকে সরল করতে ৪০ বেসিস পয়েন্টে রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২২ মে: শুক্রবার সকাল দশটায় সাংবাদিক সম্মেলনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডিরেক্টর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) বলেন, কোভিড-১৯ এর কারণে বিশ্ব অর্থনীতি প্রায় পঙ্গু হয়ে পড়েছে। গোটা পৃথিবীতে আর্থিক কর্মকাণ্ড থমকে গিয়েছে। সেকারণেই রেপো রেট আরও ৪০ বেসিস পয়েন্ট কমানো হল। বর্তমানে তা ছিল ৪.৪০ শতাংশ। তা কমে ৪ শতাংশ হল। (রিজার্ভ ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে। রেপো রেট কমানোর অর্থ সুদের হার কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে উৎসাহিত করা। যাতে মানুষ আরও ঋণ নেয় ও বাজারে টাকার যোগান বাড়ে।) রিভার্স রেপো রেটও ৪০ বেসিস পয়েন্ট কমানো হল। নতুন রিভার্স রেপো রেট হল ৩. ৩৫ শতাংশ।

উল্লেখ্য বাণিজ্যিক ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংকে টাকা জমা রাখলে যে পরিমাণ সুদ পায় তাকে রিভার্স রেপো রেট বলে। তা কমানোর অর্থ হল, রিজার্ভ ব্যাংকে টাকা জমা রাখতে ব্যাংকগুলিকে নিরুৎসাহিত করা। ব্যাংকগুলি যাতে রক্ষণশীলতা ছেড়ে বাজারে আরও বেশি ঋণ দিতে উৎসাহী হয়। রিজার্ভ ব্যাংকের মানিটারি পলিসি কমিটি রেপো রেট কমানোর পক্ষে ৫:১ অনুপাতে ভোট দিয়েছে। ঘরোয়া আর্থিক কার্যকলাপও কোভিডের কারণে প্রভাবিত হয়েছে। বিনিয়োগের পরিমাণ ও চাহিদা কমেছে। মার্চ মাসে ক্যাপিটাল গুডস মার্কেটে সংকোচন হয়েছে ২৭ শতাংশ। আরও পড়ুন- Coronavirus Cases In India: গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৬ হাজার ৮৮ জন, দেশে করোনা রোগীর সংখ্যা এখন ১ লক্ষ ১৮ হাজার ৪৪৭

করোনা মোকাবিলায় লকডাউন চলছে দেশে। এর জেরে ভারতের অর্থনীতি একেবারে মুখ থুবড়ে পড়েছে। গত সপ্তাহেই দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে আত্ম নির্ভরশীল ভারত গঠনের লক্ষ্য়ে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর তিনদিন ধরে সেই আর্থিক প্যাকেজের ব্যাখ্যা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।