Conductor Sexually Harasses Sleeping Woman On Bus (Photo Credits: X)

ম্যাঙ্গালোর, ২৫ এপ্রিলঃ বাসের মধ্যে ঘুমন্ত তরুণীকে অশ্লীল স্পর্শ, যৌন হেনস্থা করার অভিযোগ উঠল কন্ডাক্টরের বিরুদ্ধে। কর্ণাটক রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের (KSRTC) একজন চুক্তিবদ্ধ কন্ডাক্টরকে ম্যাঙ্গালুরুতে একটি পাবলিক বাসে একজন মহিলা যাত্রীর সঙ্গে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বাসের মধ্যে তরুণীরকে যৌন হয়রানি করার দৃশ্যটি আড়াল থেকে ক্যামেরাবন্দি করেছেন ওই বাসেরই আর এক যাত্রী। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই হইচই কাণ্ড নেটপাড়ায়।

বাস কিংবা লোকাল ট্রেনের দীর্ঘ যাত্রাপথে অনেক সময়েই চোখ লেগে যায় যাত্রীদের। চলন্ত বাসের মধ্যে তেমনই এক তরুণীর ঘুমিয়ে পড়ার সুযোগ নিয়ে তাঁর শরীরে অবলীলায় স্পর্শ করছেন খোদ সেই বাসেরই কন্ডাক্টর। ৩৫ বছর বয়সী অভিযুক্ত কন্ডাক্টর প্রদীপ কাশপ্পা নাইকারকে বৃহস্পতিবার ম্যাঙ্গালুরু শহরের কোনাজে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার ম্যাঙ্গালুরুতে মুদিপু-স্টেট ব্যাঙ্ক রুটে কর্ণাটক রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশন পরিচালিত একটি চলন্ত বাসের মধ্যে এই জঘন্য ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে।

ভাইরাল ভিডিওটি পুলিশের হাতেও এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত বাসের মধ্যে এক মহিলা যাত্রীর চোখ লেগে গিয়েছে। তাঁর ঠিক পাশেই এসেই দাঁড়িয়েছেন কন্ডাক্টর। তরুণীর ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে তাঁর বুকে হাত দিচ্ছেন কন্ডাক্টর।