BJP. (Photo Credit: IANS)

দিল্লি, ১১ ডিসেম্বর: দীর্ঘ ১৫ বছর পর দিল্লি পুরনিগম হাতছাড়া হয় বিজেপির। বিধানসভার পর অরবিন্দ কেজরিওয়ালের কাছে পুরভোটেও হারতে হল পদ্ম শিবিরকে। কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের হাইপ্রোফাইলে এনেও লাভ হয়নি। এমসিডি নির্বাচনে আম আদমি পার্টি-(AAP)র কাছে হেরে যায় বিজেপি (BJP)। ২৫০ আসনের দিল্লি পুরনিগম আপ জেতে ১৩৪, বিজেপি পায় ১০৪টি। পাশাপাশি কংগ্রেস ৯টি ও নির্দলরা ৩টি আসন জেতে। আর বিজেপি-র এই হারের দায় নিয়ে পদত্যাগ করলেন দলের দিল্লি সভাপতি আদেশ গুপ্তা। তাঁর পদত্যাগ গ্রহণ করেছে দলের শীর্ষ নেতৃত্ব।

দেখুন টুইট

প্রচারে খামতি না থাকলেও দিল্লি পুরভোটে কেন হার তার ময়নাতদন্ত করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। একের পর দুর্নীতির অভিযোগে কোণঠাসা অরবিন্দ কেজরিওয়ালকে কেন হারানো গেল না তা নিয়ে বেশ অবাক বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। হাওয়ালা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জেল খাটছেন কেজরি মন্ত্রিসভার ঘনিষ্ঠ সদস্য সত্যেন্দ্র জৈন। আবগারী দুর্নীতিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াও। এমন পরিস্থিতিতে কোণঠাসা আপ-কে পেয়েও না হারাতে পারার জন্য আদেশ গুপ্তা-র ওপর খুশি ছিল না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ২০২৪ লোকসভায় দিল্লির ৭টি লোকসভা কেন্দ্রে জয় নিশ্চিত করতে এখনই নয়া রাজ্য সভাপতি আনতে চলেছে বিজেপি। আরও পড়ুন-হিমাচলের বিজেপি বিদ্রোহী তিন নির্দল বিধায়কের সমর্থন কংগ্রেসকে

ইস্তফা দিয়ে আদেশ জানালেন, এমসিডি নির্বাচনে দল প্রত্য়াশিত ফল করতে পারেনি। আমি এই হারের নৈতিক দায়িত্ব নিয়ে দিল্লি বিজেপি সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছি।' প্রসঙ্গত, দু বছর আগে দিল্লি বিধানসভায় হারের পর পদত্যাগ করেছিলেন দলের রাজ্য সভাপতি মনোজ তিওয়ারি। মনোজ তিওয়ারির জায়গায় আদেশকে আনা হয়েছিল। এবার আদেশের পরিবর্তে কে আসেন সেটাই দেখার।