ধর্ষণের (Rape) অভিযোগ জানাতে গিয়ে নিস্তার পেলেন না নির্যাতিতা। অভিযোগ দায়েরের জন্য থানায় বসেই দাবি করা হয় ঘুষ। শুনতে অবাক লাগলেও এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মির্জাপুর থেকে এমনই একটি ভিডিয়ো (Video) প্রকাশ্যে আসে। যে ভিডিয়োতে এক পুলিশ কর্মীকে গ্রেফতারের পর জোর করে গাড়িতে তোলা হয়, এমন দৃশ্য দেখা যায়। জানা যায়, মির্জাপুরে এক ধর্ষিতা থানায় যান অভিযোগ জানাতে। সেই সময় থানায় ছিলেন সেখানকার এসএইচও। তিনি অভিযোগ লিপিবদ্ধ করবেন তবে ৩০ টাকার টাকা হাতে পেলে তবেই। এমন শর্ত দেওয়া হয় নির্যাতিতাকে। বাধ্য হয়ে নির্যাতিতা ৩০ হাজার টাকা এসএইচও-র হাতে কুলে দেন। যা টের পেতেই সংশ্লিষ্ট এসএইচও-কে গ্রেফতার করা হয় অপরাধ দমন শাখার তরফে। ধর্ষিতার কাছ থেকে ওই এসএইচও কীভাবে ঘুষ চাইলেন, তা নিয়ে প্রশ্ন তোলে অপরাধ দমন শাখা। এরপর অপরাধ দমন শাখার আধিকারিকদের তরফে গ্রেফতার করা হয় থানার আধিকারিককে। জোর করে তাঁকে গাড়িতেও তোলা হয়। পরিস্থিতি বেগতিক বুঝে, ওই পুলিশ আধিকারিক ক্ষমা চাইতে শুরু করেন। শুধু তাই নয়, তিনি টাকা ফেরৎ দিয়ে দেবেন বলেও জানান। উত্তরপ্রদেশের ওই পুলিশ আধিকারিকের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
দেখুন ঘুষ চেয়ে গ্রেফতার পুলিশ আধিকারিক...
यूपी के मिर्जापुर जिले का यह वीडियो है...SHO ने रेप पीड़िता की शिकायत दर्ज करने के लिए ₹30 हजार रुपये रिश्वत मांगी थी...एंटी करप्शन यानी ACO की टीम ने रंगे हाथ पकड़ा और खींच कर गाड़ी पर बैठने लगी...तब गिड़गिड़ाते हुए SHO बोला-पैसे वापस कर दूंगा...
— Yogita Bhayana योगिता भयाना (@yogitabhayana) February 27, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)