Photo Credits: ANI

মুম্বই: শনিবার বিখ্যাত শিল্পপতি রতন টাটার (Industrialist Ratan Tata) বাড়িতে গিয়ে মহারাষ্ট্র সরকারের (Maharashtra Government) তরফে তাঁর হাতে উদ্যোগ রত্ন পুরস্কার (Udyog Ratna award) তুলে দিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Maharashtra CM Eknath Shinde) ও দুই উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Dy CMs Ajit Pawar) এবং দেবেন্দ্র ফড়েনবিশ (Devendra Fadnavis)।

দেখুন ভিডিয়ো:

দেশ এবং মহারাষ্ট্রের শিল্প ও কর্ম সংস্থানের ক্ষেত্রে জনপ্রিয় এই শিল্পপতির অবদানের কথা স্মরণ করে রাজ্য সরকারের তরফে এই পুরস্কার দেওয়া হল। আগামীকাল পুরস্কার প্রদানের অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু, রতন টাটার শরীর অসুস্থ (ill health) থাকায় তিনি সেখানে থাকতে পারবেন না। তাই শনিবার তাঁর বাড়িতে (residence) গিয়েই পুরস্কার তুলে দেন একনাথ শিন্ডেরা।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, "দেশের প্রতি রতন টাটা ও টাটা গোষ্ঠীর (Tata Group) অবদান (contribution) অনস্বীকার্য (immense)। মহারাষ্ট্র সরকারের দেওয়া এই পুরস্কার গ্রহণ করার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই।" আরও পড়ুন:

দেখুন ভিডিয়ো: