Lockdown Update: লকডাউনে বন্ধ অফিস-কাছারি, আর্থিক ঘাটতির কথা মাথায় রেখে সমস্তরকম ছাড় দেওয়ার সিদ্ধান্ত বিদ্যুৎ মন্ত্রকের
Representational Image (Photo credits: PTI)

কলকাতা, ২৮ মার্চ: লকডাউনের (Lockdown) প্রভাবে দেশজুড়ে থমকে রয়েছে জনজীবন। লকডাউনের ফলে ব্যহত হতে পারে সাধারণ মানুষের বিদ্যুতের মাশুল প্রদান। শুধু তাই নয়, বন্ধ বহু কলকারখানা-অফিস। বন্ধ রেলও। ফলে অনেকটাই কমবে বিদ্যুত্ ব্যবহারের পরিমাণ। ফলে ঘাটতি দেখা দেবে অর্থে। সেই দিক নজর রেখেই বিদ্যুত্ বিতরণকারী সংস্থাগুলিকে (DISCOM) আগামী তিন মাসের জন্য আর্থিক ছাড় দেওয়ার ঘোষণা করল বিদ্যুত্ মন্ত্রক।

২৪ ঘণ্টার খবর অনুযায়ী, আগামী ৩১ মার্চ পর্যন্ত DISCOM সংস্থাগুলির সিকিউরিটি মানি জমা করার ক্ষেত্রে ৫০% ছাড় দেওয়া হল। বিদ্যুত্ সরবরাহের ক্ষেত্রে যাতে সংস্থাগুলি কোনও সমস্যার সম্মুখীন না হয়, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ। আগামী ৩ মাস পর্যন্ত টাকা জমা দেওয়ার ক্ষেত্রে যে নিয়মমাফিক ফাইন হয়, তা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারচার্জও লাগবে না বলে ঘোষণা করা হয়েছে। আরও পড়ুন, দেশজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৭৩, মহারাষ্ট্রে ১৮০; মৃত ১৯

লকডাউন পরিস্থিতিতে যাতে কোনও ভাবে বিদ্যুত্ সরবরাহে ব্যাঘাত না হয়, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে বিদ্যুত্ মন্ত্রক। ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্যের বিদ্যুত্ সরবরাহ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে এ বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে। সাধারণ মানুষের বিদ্যুত্-এর কোনও সমস্যা হবে না বলে আশ্বাস বিদ্যুত্ মন্ত্রকের। অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শৈলেন্দ্র দুবে জানান, দেশের প্রায় সব রাজ্যেই এক ধাক্কায় বিদ্যুতের চাহিদা ২০-৩০% কমে গিয়েছে। রেল, কল-কারখানা, অফিস ইত্যাদি বাণিজ্যিক চাহিদা প্রায় নেই বললেই চলে। তাছাড়া বিল সংগ্রহও কমেছে এক ধাক্কায় ৮০%। ফলে, পেমেন্টের ক্ষেত্রে সমস্যা হওয়াটাই স্বাভাবিক।