NZ vs PAK ODI Series 2025 (Photo Credit: @CallMeSheri1/ X)

New Zealand National Cricket Team vs Pakistan National Cricket Team: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল প্রথম ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে এই ম্যাচটি আয়োজিত হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী ভোর রাত ৩:৩০ এ খেলা শুরু হয়েছে। নিউজিল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে ৫০ ওভারে ৩৪৪/৯ রানের বড় স্কোর দিয়েছে। যেখানে মার্ক চ্যাপম্যান (Mark Chapman) ১১১ বলে ১৩২ রানের দুর্দান্ত ইনিংস খেলে। তার ইনিংসে ছিল ১৩টি চার এবং ৬টি ছক্কা। তিনি ছাড়াও ড্যারিল মিচেল (Daryl Mitchell) ৭৬ এবং মহম্মদ আব্বাস (Muhammad Abbas) মাত্র ২৬ বলেই ৫২ রান করে দলকে এই বিশাল স্কোরতে সাহায্য করেন। টস জিতে আগে বোলিং করতে নামা পাকিস্তান দল শুরুতে সাফল্য পেলেও নিউজিল্যান্ডের মিডিল অর্ডার দারুণভাবে ঘুরে দাঁড়ায়। খেলার দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ব্যাটিং করতে নেমছে, জানুন সরাসরি খেলা কোথায় দেখবেন। ZIM Tri-Nation Series 2025: দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবয়ে

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান প্রথম ওয়ানডে

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডঃ মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদি অশোক, হেনরি নিকোলস, মার্ক চ্যাপম্যান, রাইস মারিউ, জ্যাকব ডাফি, মিচেল হে, নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও'রউর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়ং (শুধুমাত্র প্রথম ম্যাচের জন্য)।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াডঃ মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), সলমন আলী আগা (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মহম্মদ আলী, মহম্মদ ওয়াসিম জুনিয়র, মহম্মদ ইরফান খান, নাসিম শাহ, সুফিয়ান মকিম ও তৈয়ব তাহির।

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান সিরিজের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হয়েছে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, প্রথম ওয়ানডে ম্যাচ?

২৯ মার্চ নিউজিল্যান্ডের নেপিয়ারের ম্যাকলিন পার্কে (McLean Park, Napier) আয়োজিত হয়েছে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, প্রথম ওয়ানডে ম্যাচ।

কখন থেকে শুরু হয়েছে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, প্রথম ওয়ানডে ম্যাচ?

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হয়েছে ভারতীয় সময় ভোর ৩ঃ৩০টেয়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন নিউজিল্যান্ড বনাম পাকিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ

সরাসরি টিভিতে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ ভারতে দেখবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নিউজিল্যান্ড বনাম পাকিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-LIV) অ্যাপে