Surya Grahan 2025: গ্রহণ জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা হলেও সনাতন ধর্মে এটিকে ধর্মের সঙ্গে বলে মনে করা হয়। যা প্রতি বছর দেখা যায়। মনে করা হয়, গ্রহণ অশুভ। তাই গ্রহণের সময়কালে কোন শুভ কাজ করা হয় না। এই বছরের প্রথম সূর্যগ্রহণ আজ ২৯ মার্চ, শনিবার। এই দিনে জ্যোতিষশাস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, এই দিনে ন্যায়ের অধিরাজ শনিদেব মীন রাশিতে প্রবেশ করবেন।
বছরের প্রথম সূর্যগ্রহণ কখন হবে? ভারতে কি তা দৃশ্যমান হবে? এর সূতক কাল ভারতে কি বৈধ হবে? চলুন ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।
বছরের প্রথম সূর্যগ্রহণঃ
শনিবার, ২৯ মার্চ এই বছরের প্রথম সূর্যগ্রহণ হবে। যা ঘটবে চৈত্র মাসের শুক্লপক্ষের অমাবস্যা তিথিতে। এদিন শনিমহাদেব মিন রাশিতে প্রবেশ করবেন। এই সূর্যগ্রহণ আংশিক হবে। সূর্যগ্রহণ শুরু হবে শনিবার দুপুর ২টো ২১ মিনিটে। যা কাটবে সন্ধ্যা ৬টা বেজে ১৪ মিনিটে। গ্রহণের মোট সময়কাল ৩ ঘণ্টা ৫৩ মিনিট।
ভারতে কী সূর্যগ্রহণ দেখা যাবে?
বছরের প্রথম সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তাই ভারতীয়দের উপর গ্রহণের প্রভাব সেভাবে পড়বে না। এই গ্রহণটি দক্ষিণ আমেরিকা, আংশিক উত্তর আমেরিকা, উত্তর এশিয়া, উত্তর-পশ্চিম আফ্রিকা, ইউরোপ, উত্তর মেরু, আর্কটিক মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে দৃশ্যমান হবে। তবে নাসার লাইভ সম্প্রচারের মাধ্যমে ভারতবাসীরা বছরের প্রথম সূর্যগ্রহণটি দেখতে পাবেন।
সূতক কালঃ
সাধারণত সূর্যগ্রহণ শুরু হওয়ার ১২ ঘণ্টা আগে থেকে সূতক কাল শুরু হয়। চন্দ্রগ্রহণের ক্ষেত্রে সেই সময়টা ৯ ঘন্টা আগে। এই সময়কালে কোন পুজো-পার্বণ করা কিংবা দেবমূর্তি স্পষ্ট করা থেকে বিরত থাকা উচিৎ। কিন্তু এই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয়, সুতরাং সূতক কালও এখানে বৈধ হবে না।