দিল্লি, ১ এপ্রিল: সেনা বাহিনীর (Indian Army) সঙ্গে জঙ্গিদের (Terrorist) নতুন করে গুলির লড়াইশুরু হয়েছে জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir)। এবারও সেই কাঠুয়া (Kathua Encounter)। এবারও জম্মু কাশ্মীরের কাঠুয়ায় সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। মঙ্গলবার সকালে গোপণ সূত্রে খবর পেয়ে কাঠুয়ায় তল্লাশি শুরু করে সেনা বাহিনী। সেখানেই সেনা বাহিনীকে দেখে জঙ্গিরা গুলি চালানো শুরু হলে, জোরদার গুলি বর্ষণ পালটা শুরু করে সেনা বাহিনী। ফলে জইশ-ই-মহম্মদের ৩ জঙ্গিকে সেনা বাহিনী ঘিরে ফেলেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত কাঠুয়ায় সেনা, জঙ্গি গুলির লড়াইয়ে ২ সন্ত্রাসবাদীর মৃত্যু এবং ৪ পুলিশ কর্মীর নিহত হওয়ার ঘটনার একদিনের মধ্যেই মঙ্গলবার সকাল থেকে নতুন করে এনকাউন্টার শুরু হয়।
সোমবার রাতে কাঠুয়ার পানজিথরি এলাকায় সন্দেহজনক কিছু গতিবিধি চোখে পড়ে সেনার। এরপর গোয়েন্দা মারফৎ খবর আসে ওই এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার। গোপণ সূত্রে খবর পাওয়ার পরপরই মঙ্গলবার সকাল থেকে জোরদার তল্লাশি শুরু হয়। সেখানেই জইশ-ই-মহম্মদের ৪ জঙ্গিকে ঘিরে ফেলে এনকাউন্টার শুরু হয়েছে বলে জানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কাঠুয়ায় সেনা বাহিনীর জওয়াদের সঙ্গে সসন্ত্রাসবাদীদের লড়াই চলছে বলে জানা যাচ্ছে।