নয়াদিল্লিঃ টানা দু'বছর ধরে মহিলাকে হুমকি(Threat) ধর্ষণ(Rape), টাকা লুট, ক্যাব চালকের(Cab Driver) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। মহিলার অভিযোগের ভিত্তিরে গ্রেফতার ক্যাব চালক। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। ধৃত ক্যাব চালকের নাম অজিত সিং। নবি মুম্বইয়ের ওরলি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার বয়স ৪১। একটি বেসরকারি সংস্থায় কর্মরত। ২০২৩ সালে অফিস থেকে ফেরার পথে অ্যাপ ক্যাব বুক করেন। সেদিন অজিতের ক্যাবে করে বাড়ি ফেরেন তিনি। সফরকালে দু'জনের মধ্যে ফোন নম্বর আদানপ্রদান হয়। এরপর চ্যাট চলতে থাকে।
মহিলাকে ধর্ষণ, খুনের হুমকি, গ্রেফতার ক্যাব চালক
অভিযোগ, এরপরই একটি হোটেলে ডেকে ওই মহিলাকে ধর্ষণ করে অজিত। সেই মুহূর্তের কিছু ফটো ও ভিডিয়ো ক্যামেরাবন্দি করে তা দিয়ে দিনের পর দিন হুমকি দেওয়া হয় ওই মহিলাকে। সব ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে চলে শারীরিক নির্যাতন। এখানেই শেষ নয়, মহিলার থেকে তাঁর ছেলেকে মেরে ফেলার ভয় দেখিয়ে ১০ লক্ষ টাকা আদায় করে অভিযুক্ত। শেষমেশ পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই ক্যাব চালককে গ্রেফতার করে পুলিশ।
মহিলাকে লাগাতার ধর্ষণ, টাকা লুট, গ্রেফতার ক্যাব চালক
Mumbai Shocker: App-Based Cab Driver Rapes Woman Passenger on Multiple Occasions After Befriending Her, Extorts INR 10 Lakh by Blackmailing and Threatening Victim; Bookedhttps://t.co/AgRQFhz4H1#Rape #Worli #NMJoshiMarg #Blackmail #Facebook #MumbaiPolice #Mumbai
— LatestLY (@latestly) April 1, 2025