
Myanmar Earthquake: জোড়া ভূমিকম্পে ভারতের পড়শি দেশ মায়ানমার যেন ধ্বংসপুরীর চেহারা নিয়েছে। যত সময় এগোচ্ছে বাড়ছে মৃতের সংখ্যা। মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই। শনিবার সে দেশের জুন্টা সরকার ভূমিকম্পের কারণে মৃতের সংখ্যা প্রকাশ করেছে। সরকারপক্ষ জানিয়েছে, এখনও অবধি অন্তত ৬৯৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১,৬৭০। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছে সরকার। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছে।
মায়ানমারের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে পড়শি দেশ ভারত। সাহায্যের হাত বাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে নয়া দিল্লি। শনিবার সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি C130J বিমান গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটি (Hindon Air Force Station) থেকে প্রায় ১৫ টন ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছে মায়ানমারের (Myanmar) উদ্দেশ্যে।
শুক্রবার পর পর দুটি জোরালো ভূমিকম্প আঘত হানে মায়ানমারে। তার পরে ১০ ঘণ্টার মধ্যে ১৪টি আফটারশক অনুভূত হয়েছে। চোখের সামনে ধূলিসাৎ হয়ে গেল সাজানো গোছানো মান্দালয় (Mandalay) শহরের বিস্তীর্ণ এলাকা। একের পর এক বহুতল তাসের ঘরের মত ধসে পড়েছে। চোখের সামনে বাসস্থানকে ধ্বংসাবশেষে পরিণত হতে দেখে কান্নায় রাস্তাতে বসেই হাহাকার জুড়েছেন মায়ানমারবাসী।
মায়ানমারের ভূমিকম্পের শক্তিশালী প্রভাব পড়েছে ৯০০ কিলোমিটার দূরে ব্যাঙ্ককেও (Bangkok)। থাইল্যান্ডের রাজধানী শহরে গগনচুম্বী ৩০ তলা নির্মীয়মাণ বহুতল হুড় মুড়িয়ে ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে সেখানেও মারা গিয়েছেন বহু মানুষ। দুই পড়শি দেশের এমন বিপর্যয় ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। যথাসাধ্য সাহায্যের আশ্বাসও দিয়েছেন নমো।