শিলং: শুক্রবার সন্ধ্যায় মেঘালয়ের বিদায়ী মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল পিপলস পার্টির প্রধান কনরাড সাংমা (NPP chief Conrad Sangma) রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের জন্য তাঁদের কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে বলে দাবি করেন। বিজেপি (BJP), এইচএসপিডিপি (HSPDP) ও দুজন নির্দল বিধায়কের (Independent MLA) সমর্থনে তাঁরাই সরকার গঠন করবেন বলে জানান। ঠিক তখনই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা মুকুল সাংমা (Meghalaya Ex CM & TMC Mukul Sangma) জানালেন কীভাবে সরকার গঠনের জন্য সংখ্যা জোগাড় করতে হয় তা তাঁরা জানেন।
রাজ্যের মানুষ এনপিপি ও বিজেপির জোট সরকারকে সরাতে চেয়ে এবার ভোট দিয়েছেন বলেও আজ দাবি করেন মুকুল সাংমা। আর তাই তাঁরাই সরকার গঠন করবেন বলে জানান।
এপ্রসঙ্গে তিনি বলেন, "মেঘালয়ের মানুষ বর্তমান সরকারকে পরিবর্তন করানোর জন্যই এবার ভোট দিয়েছিলেন। তার ফল চোখের সামনেই দেখা যাচ্ছে। আর সেই মতো বিজেপি ও এনপিপি বাদে রাজ্যের বাকি রাজনৈতিক দলগুলি জোট করে সরকার গড়বে।"
প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র পাঁচ আসনে জিতেই মেঘালয়ে সরকার গঠনের স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের দাবি, উত্তর-পূর্ব রাজ্যে সরকার গঠনের জন্য ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এবং বিজেপি-বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা চলছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাও তাঁদের হাতে আছে বলে দাবি করেছেন তৃণমূল নেতা মুকুল সাংমা। যদিও ইতিমধ্যে সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন এনপিপির কনরাড সাংমা। যে দল একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। মেঘালয়ের ম্যাজিক ফিগার যেখানে ৩১ (আপাতত ৩০), সেখানে ৩২ জন বিধায়কের সমর্থন আছে বলে দাবি করেছে এনপিপি। অন্যদিকে ইউডিপিও তৃণমূল-সহ বাকি দলগুলিকে নিয়ে সরকার গঠন করবেন বলে দাবি করেছে।
People of the state have given a fractured mandate. This mandate is for a change...Rest of the political parties must understand that along with this mandate comes a responsibility to come & work together for the larger good of people:Former Meghalaya CM Mukul Sangma & TMC leader pic.twitter.com/6fdXYxIdQJ
— ANI (@ANI) March 3, 2023