নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বিস্ফোরনের মতন ঘটনা ঘটে চলেছে বালোচিস্তান জুড়ে। রবিবার বালোচিস্তানে (Balochistan) নির্বাচন কমিশনের সামনে। বালোচিস্তানের নুসকি জেলায় এই বিস্ফোরনের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে নির্বাচন কমিশনের গেটের সামনে এই বিস্ফোরনের ঘটনা ঘটে। বিস্ফোরনের পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে। গত সপ্তাহেই করাচি নির্বাচন কমিশনের অফিসে বিস্ফোরনের ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে জানা গেছে একটি শপিংমলের ব্যাগের ভেতর বোমা রেখে নির্বাচন কমিশনের দেওয়ালের পাশে তা রেখে দেওয়া হয়। যেটি এখ রেড জোনে অবস্থিত বলে জানা গেছে। যদিও বিশ্পোরনের মধ্যে কোন বল বেয়ারিং ছিল না বলে জানা গেছে।
এরই পাশাপাশি বালোচিস্তানের বিভিন্ন স্থানে হামলার জেরে ৬ জন পাকিস্তান পিপলস পার্টির সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
ফেব্রুয়ারীর ৮ তারিখে পাকিস্তানে শুরু হতে চলেছে নির্বাচন। তার আগেই দেশের বিভিন্ন প্রান্তে বিস্ফোরনের ঘটনা নির্বাচনে সমস্যার সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।
Pak: Blast outside Election Commission office in Balochistan ahead of Feb 8 polls
Read @ANI Story | https://t.co/xB81DKJy7c#Balochistan #Blast #ECP #PakistanGeneralElections pic.twitter.com/KhyV18I8Iy
— ANI Digital (@ani_digital) February 4, 2024