ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX@Incognito)

নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল(Viral) হয়েছে একটি ঘটনা। ভাইরাল ভিডিয়োতে(Viral Video) দেখা যাচ্ছে, অ্যাপ ক্যাবে(Cab) বসে চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এক তরুণী। সাত মিনিট দেরিতে আসায় চালককে নানা হুমকি দিতেও শোনা যায় তাঁকে। অন্যদকে কাতর গলায় চালককে বলতে শোনা যাচ্ছে, "আপনি আমার বিরুদ্ধে অভিযোগ জানান। কিন্তু ক্যাব থেকে  নেমে যান" এরপর দু'জনের মধ্যে কথাবার্তা চলতে চলতে চালকের গায়ে থুতু দেন ওই যুবতী। এরপর গাড়ি সিগনালে থামলে  নেমে যান তিনি।

ক্যাব চালকের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা

গোটা ঘটনাটি লুকিয়ে ক্যামেরাবন্দি করেন ক্যাব চালক। এখনও পর্যন্ত ওই তরুণীর পরিচিতি জানা যায়নি। এই ঘটোনায় লিখিত কোনও অভিযোগ দায়ের হয়েছে বলেও খবর মেলেনি। এক্স হ্যান্ডেলে 'ইনকগনিটো' নামক একটি প্রোফাইল থেকে ভিডিয়োটি প্রকাশ্যে আনা হয়। এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করছেন নেটিজেনরা। কীভাবে একজনের চালকের উপর এভাবে আক্রমণ করা যায়? প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ।

৭ মিনিট দেরিতে আসায় ক্যাব চালকের গায়ে থুতু, ভাইরাল তরুণী