Covid 19 Jn1: দেশে বাড়ছে নয়া করোনার দাপট, লাগবে কি নয়া ভ্যাকসিন, কী বলছে AIIMS

দেশের ক্রমশ বাড়ছে নয়া করনার দাপট। কেরলের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে।

দেশ partha.chandra|
y-2024-287327.html" title="Teddy Day 2024-এ টেডি উপহার দেওয়ার আগে জেনে নিন কোন রঙের টেডি-র অর্থ কী!">Teddy Day 2024-এ টেডি উপহার দেওয়ার আগে জেনে নিন কোন রঙের টেডি-র অর্থ কী!
  • Bharat Ratna: দাদু চরণ ভারতরত্ন, জয়ন্ত হয়তো পদ্মতেই!
  • Bharat Ratna সম্মান নরসিমা রাও, চরণ সিং-দের
  • Close
    Search

    Covid 19 Jn1: দেশে বাড়ছে নয়া করোনার দাপট, লাগবে কি নয়া ভ্যাকসিন, কী বলছে AIIMS

    দেশের ক্রমশ বাড়ছে নয়া করনার দাপট। কেরলের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে।

    দেশ partha.chandra|
    Covid 19 Jn1: দেশে বাড়ছে নয়া করোনার দাপট, লাগবে কি নয়া ভ্যাকসিন, কী বলছে AIIMS
    Coronavirus (Photo Credit: File Photo)

    দেশে করোনার নয়া প্রজাতির দাপট। দক্ষিণ ভারতে বিশেষত কেরলে কোভিডের নয়া প্রকৃতি JN.1 দাপট দেখাচ্ছে। অতীতের কথা ভেবে নয়া করোনায় উদ্বিগ্ন দেশবাসী।

    AIIMS এমস এর অধিকর্তা ডক্টর রণদীপ গুলেরিয়া বললেন, এই ধরনের ভাইরাসের জন্য আমাদের ভ্যাকসিনের প্রয়োজন। জে এন ওয়ান আরো একটি প্রকৃতি। তাই ওমিক্রন রুখতে ব্যবহার করা ভ্যাকসিন জে এন ওয়ান দেবে বলে রণদীপ গুলেরিয়া জানান। নতুন কোন ভ্যাকসিন এর প্রয়োজন আছে কিনা তা নির্ভর করবে বেশ কিছু বিষয়ের উপর। এমন কথাই জানান এইমসের প্রধান। এই বিষয়গুলির মধ্যে আছে দেশবাসীর বর্তমান জনসংখ্যার ঠিক কত শতাংশর ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা  আছে।

    দেখুন ভিডিও

    আগে দেওয়া ভ্যাকসিন নতুন এই প্রজাতির ক্ষেত্রে প্রতিষেধক হিসেবে ঠিক কতটা কাজ করছে। যেহেতু কোরোনার নয়া প্রজাতি বারবার ভেরিয়েন্ট বদল করছে, তাই গবেষণার কাজে আরো বেশি জোর দিতে হচ্ছে বলে তিনি জানান।

    শহর পেট্রল ডিজেল
    View all
    Currency Price Change