দেশে করোনার নয়া প্রজাতির দাপট। দক্ষিণ ভারতে বিশেষত কেরলে কোভিডের নয়া প্রকৃতি JN.1 দাপট দেখাচ্ছে। অতীতের কথা ভেবে নয়া করোনায় উদ্বিগ্ন দেশবাসী।
AIIMS এমস এর অধিকর্তা ডক্টর রণদীপ গুলেরিয়া বললেন, এই ধরনের ভাইরাসের জন্য আমাদের ভ্যাকসিনের প্রয়োজন। জে এন ওয়ান আরো একটি প্রকৃতি। তাই ওমিক্রন রুখতে ব্যবহার করা ভ্যাকসিন জে এন ওয়ান দেবে বলে রণদীপ গুলেরিয়া জানান। নতুন কোন ভ্যাকসিন এর প্রয়োজন আছে কিনা তা নির্ভর করবে বেশ কিছু বিষয়ের উপর। এমন কথাই জানান এইমসের প্রধান। এই বিষয়গুলির মধ্যে আছে দেশবাসীর বর্তমান জনসংখ্যার ঠিক কত শতাংশর ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে।
দেখুন ভিডিও
#WATCH | Delhi: On Covid-19 new variant Jn.1, former AIIMS Director and Senior Pulmonologist Dr Randeep Guleria says, "...We need a vaccine which covers a broader type of the virus. We have had multiple mutations. Jn.1 is sub lineage of Omicron. So a vaccine which is made against… pic.twitter.com/bfbfnWqdX0
— ANI (@ANI) December 24, 2023
আগে দেওয়া ভ্যাকসিন নতুন এই প্রজাতির ক্ষেত্রে প্রতিষেধক হিসেবে ঠিক কতটা কাজ করছে। যেহেতু কোরোনার নয়া প্রজাতি বারবার ভেরিয়েন্ট বদল করছে, তাই গবেষণার কাজে আরো বেশি জোর দিতে হচ্ছে বলে তিনি জানান।