(Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১০ এপ্রিল: ভারতে করোনাভাইরাস গোষ্ঠী সংক্রমণের (Community Transmission) আকার নেয়নি, জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের দাবিও খারিজ করেছে মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লব আগরওয়াল (Lav Agrawal) বলেন, "এখনও পর্যন্ত দেশে গোষ্ঠী সংক্রমণ নেই। তাই আশঙ্কায় কোনও কারণ নেই।" তিনি আরও বলেন, "স্থানীয় ও গোষ্ঠী সংক্রমণ সমস্যা এখনও নেই। যখন এই স্টেজে আসব আমরা তখন জানাব। লব আগরওয়াল জানান, বৃহস্পতিবার সারা দেশে ১৬,০০২টি করোনা টেস্ট করা হয়েছে। তার মধ্যে মাত্র ২ শতাংশ পজিটিভ ধরা পড়েছে। নমুনা সংগ্রহের ভিত্তিতে বলা যায় সংক্রমণের হার বেশি নয়। র্যাপিট টেস্টের অনুমতি দেওয়া হয়েছে।"

আজই পঞ্জাবে গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি বলেন, “পাঞ্জাবে নতুন করে আক্রান্ত হওয়া ২৭ জনের কোনও বেড়াতে যাওয়ার ঘটনা নেই। তাই এই ঘটনাকে গোষ্ঠী সংক্রমণ বলা যেতেই পারে।” স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টা অনুসারে পাঞ্জাবে ১১৩ জনের শরীরে মিলেছে মারণ রোগের জীবাণু। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০১ জন। চার জন সুস্থ হয়েছেন ইতিমধ্যেই। আরও পড়ুন: Punjab In Community Transmission Stage: বাইরে যাননি নতুন আক্রান্ত ২৭ জন, পাঞ্জাবে গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত অমরিন্দর সিংয়ের

এদিকে এখনও ভারতে গোষ্ঠী সংক্রমণের আকার নেয়নি করোনাভাইরাস। নিজেদের ভুল স্বীকার করে জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। নোভেল করোনার প্রকোপে বিশ্বের কোথায় কী পরিস্থিতি, তা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে হু। তাতে ভারতে পরিস্থিতি তৃতীয় পর্যায় অর্থাৎ গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে রয়েছে বলে দেখানো হয়। তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করলে শুক্রবার এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভুল স্বীকার করে নেন হু-র এক আধিকারিক। জানিয়ে দেন, ভারতে করোনা গণ্ডিবদ্ধ পর্যায়ে (ক্লাস্টার) পৌঁছে গেলেও তা এখনও গোষ্ঠী সংক্রমণের আকার ধারণ করেনি। রিপোর্টে তা ভুলবশত দেখানো হয়েছিল।