করোনাভাইরাস (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১০ এপ্রিল: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন বাড়ানো হোক। এই সিদ্ধান্তকে সমর্থন জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। কেননা পাঞ্জাবে ইতিমধ্যেই শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ। তিনি বলেন, “পাঞ্জাবে নতুন করে আক্রান্ত হওয়া ২৭ জনের কোনও বেড়াতে যাওয়ার ঘটনা নেই। তাই এই ঘটনাকে গোষ্ঠী সংক্রমণ (Community Transmission) বলা যেতেই পারে।” স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টা অনুসারে পাঞ্জাবে ১১৩ জনের শরীরে মিলেছে মারণ রোগের জীবাণু। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০১ জন। চার জন সুস্থ হয়েছেন ইতিমধ্যেই। সংক্রমণের বলি আট জন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে ক্যাম্পেটন অমরিন্দর সিং।

সেই রিপোর্টে দেখা যাচ্ছে এই ভয়াবহতা সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে। দেশের মোট জনসংখ্যার ৫৮ শতাংশ এই মারণ ভাইরাসে ভুগবে। পাঞ্জাবে যার শতকরা হিসেবে দাঁড়াচ্ছে ৮৭ শতাংশ। চণ্ডীগড়ের কমিউনিটি মেডিসিন পিজিআইএমইআর-এর রিপোর্ট বলছে একথা। আরও পড়ুন-AU Professor Is In Quarantine: তবলিকি জমাতে যাওয়ার খবর লুকিয়েছিলেন, এই অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের

ক্যাম্পেটন অমরিন্দর সিং বলেন, “এই ভাইরাসের আগমনে একটাই ভাল কাজ হয়েছে। তাহল ড্রাগ সাপ্লাই চেনটা ভেঙেছে। আমরা খুশি যে এনিয়ে কাজ করার জন্য আমাদের একটা টাস্কফোর্স রয়েছে।”