নয়াদিল্লি: সাবিত্রীবাই ফুলে (Savitribai Phule) ইতিহাসের পাতায় এক উজ্জ্বল নাম। তিনি ভারতের প্রথম মহিলা শিক্ষিকা। সাবিত্রীবাই ফুলে ছিলেন একজন অসাধারণ নারী যিনি ভারতে নারী ও নিপীড়িত সম্প্রদায়ের অধিকারের জন্য লড়াই করে গিয়েছেন। সাবিত্রীবাই ফুলে ১৮৩১ সালের ৩ জানুয়ারি মহারাষ্ট্রের নাইগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষা, লিঙ্গ সমতা এবং সামাজিক সংস্কারের প্রচারে তিনি অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন।
সাবিত্রীবাইয়ের শৈশব কেটেছে দারিদ্র্য ও বৈষম্যের মধ্যে, কারণ তিনি নিম্নবর্ণের মালি সম্প্রদায়ের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সাবিত্রীবাই ফুলের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান ছিল ১৯ শতকে নারী শিক্ষায় তাঁর অগ্রণী প্রচেষ্টা।
প্রতি বছর ৩ জানুয়ারি সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকী পালন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) সাবিত্রীবাই ফুলে জির জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানিয়েছেন।
সাবিত্রীবাই ফুলে জির জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি
Tributes to Savitribai Phule Ji on her birth anniversary. She is a beacon of women’s empowerment and a pioneer in the field of education and social reform. Her efforts continue to inspire us as we work to ensure a better quality of life for the people. pic.twitter.com/8JbBZCjBvc
— Narendra Modi (@narendramodi) January 3, 2025
১৮৪৮ সালে সাবিত্রীবাই এবং তাঁর স্বামী জ্যোতিরাও ফুলে ভারতের পুনেতে মেয়েদের জন্য প্রথম স্কুল শুরু করেন। এটি ছিল একটি বৈপ্লবিক পদক্ষেপ, কারণ সেই সময়ে মেয়েদের শিক্ষাকে উপেক্ষা করা হত। মেয়েদের শিক্ষার জন্য সাবিত্রীবাইকে অনেক বিরোধিতা ও প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। তিনি এবং তাঁর শিক্ষার্থীরা প্রায়ই অপমান এমনকি শারীরিক আক্রমণের সম্মুখীন হতেন। সাবিত্রীবাই ফুলে শুধু নারী শিক্ষার প্রবক্তাই ছিলেন না, তিনি ছিলেন দলিত ও প্রান্তিক সম্প্রদায়ের একজন শক্তিশালী সমর্থক।