গাজাতে জ্বালানি পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল ইজরায়েল। তাদের দাবি এই জ্বালানি ব্যবহার করে হামাস তাদের নিজস্ব কাজে ব্যবহার করতে পারে। যদিও ইউএন রিলিফ এন্জ ওয়ার্কস এজেন্সীর তরফে জানানো হয়েছে যে যদি জ্বালানী না পাওয়া যায় তাহলে গাজা উপত্যকায় তাদের কাজ বন্ধ করতে বাধ্য হবে কর্মচারীরা।
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইজরায়েলের প্রতিরক্ষা দফতর থেকে একটি স্যাটেলাইটের ছবি প্রকাশ করা হয়েছে যেখানে দেখানো হয়েছে যে ৫০ হাজার লিটার জ্বালানী মজুত রয়েছে। হামাসকে জিজ্ঞেস করে সেগুলিকে নেওয়া কথা জানিয়েছেন ইজরায়েল সেনা কর্তৃপক্ষ।
হামাসের উচিত হাসপাতালে জ্বালানির ব্যবস্থা করা ।এবংহামাস যাতে এটি করে তার জন্য বিশ্বকেও দাবি জানান উচিত, এমনটাই জানিয়েছে ইজরায়েল সেনা। এদিকে ইউএন এজেন্সীর তরফে জানানো হয়েছে যে পরিষ্কার জল, খাবার এবং হাসপাতাল সঠিকভাবে চালু করার জন্য জ্বালানীর একান্ত প্রয়োজন। জ্বালানী না ছাড়া গাজার মানুষ অতুলনীয় ক্ষতির সম্মুখীন হবে।
ইতিমধ্যে তেলের অভাবে গাজাতে তিনভাগের একভাগ হাসপাতাল এবং তিনভাগের দুভাগ প্রথামিক স্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে।
No fuel will enter Gaza: Israeli military#IsraelPalestineWar
Read: https://t.co/b2TUjjQQPP pic.twitter.com/Zr6CYrFYYC
— IANS (@ians_india) October 25, 2023