Photo Credits: ANI

রিয়াসি: মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া গুলির লড়াইয়ের ফলে খতম হল ফের এক কুখ্যাত জঙ্গি (hardcore terrorist)। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) রিয়াসি জেলায় (Reasi district)।

প্রশাসন সূত্রে জানা গেছে, রিয়াসি জেলায় ভারতীয় সেনা (Indian Army) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ (J&K Police) অভিযান চালিয়ে কুখ্যাত জঙ্গিকে খতম করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ আসল্ট রাইফেল (AK series assault rifle) ও প্রচুর কার্তুজ-সহ প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। গত ৩ সেপ্টেম্বর এই একই অঞ্চলে এইটি আইইডি নষ্ট করেছিল ভারতীয় সেনা। আরও পড়ুন: Arvind Kejriwal: জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘনের অভিযোগে অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীকে তলব দিল্লি আদালতে

দেখুন ভিডিয়ো: