China and Japan in action mode

নয়াদিল্লি: ডলারের শক্তি আবারও বিশ্বের অন্যান্য মুদ্রায় আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। গত ৭ সপ্তাহ ধরে ডলারের দাম বেড়ে চলেছে। ডলারের (Dollars) এই শক্তি বৃদ্ধির কারণে এশিয়ার অন্যান্য মুদ্রা মুখ থুবড়ে পড়তে শুরু করেছে। বিশ্বের বাজারে নিজের দেশের মুদ্রার (ইয়েন) পতন ঠেকাতে গত কয়েক সপ্তাহে জাপানের পক্ষ থেকে কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। সেদেশের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, জাপানি মুদ্রার পতন ঠেকাতে তারা ব্যবস্থা নিতে তৈরি।

জাপানের এই ঘোষণার পরপরই চিন থেকেও একটি ঘোষণা করা হয়। চিনের কেন্দ্রীয় ব্যাংক চিনা মুদ্রা ইউয়ানের পতন রুখতে একটি কড়া নির্দেশিকা জারি করেছে। এদিকে গত মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ভারতীয় মুদ্রার দাম এক মার্কিন ডলার পিছু ২৯ পয়সা কমে ৮৩.০৪ রুপি হয়েছে। আরও পড়ুন : Asia Cup 2023: ১৫ বছর পর পাকিস্তানে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা, আটারি সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে ফিরলেন ভারতে (দেখুন ভিডিও)

উল্লেখ্য, বর্তমানে সারা বিশ্বে যে মুদ্রার ব্যবহার সবচেয়ে বেশি হয় তা হলো ডলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের জন্য  প্রধান মুদ্রা হিসেবে আবির্ভাব হয় মার্কিন ডলারের। কিন্তু সম্প্রতি  যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধি এবং এর ফলে ডলারের সংকটের কারণে বেশ কিছু দেশ এখন মার্কিন ডলার বর্জন করতে চাইছে। তার কারণ হলো এখন আরও বেশি দাম দিয়ে ডলার কিনতে হচ্ছে। বিশেষজ্ঞ মহলের বক্তব্য ডি-ডলারাইজেশন প্রক্রিয়া শুরু হলে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার তার শিরোপা খোয়াবে।