New Zealand ODI Cricket Team (Photo Credit: BLACKCAPS/ X)

PAK ODI Tri-Nation Series 2025: পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলা পেসার জ্যাকব ডাফিকে (Jacob Duffy) দলে ডাক দিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ক্রিকেট আজ (৩১ জানুয়ারি) সকালে নিশ্চিত করেছে যে ডাফি তাঁর সতীর্থ পেসার লকি ফার্গুসনের ব্যাকআপ। আসলে লকি সিরিজের জন্য এখনও আসতে দেরি করছেন। তিনি বর্তমানে চলমান আইএলটি২০ লিগে ডেজার্ট ভাইপার্সের নেতৃত্ব দিচ্ছেন, তাঁর আসা লিগে তাঁদের দল কোন অবস্থানে শেষ করে সেটার উপর নির্ভর করছে। সেই কারণে লকির ব্যাকআপ কভার হিসেবে ডাক পেয়েছেন জ্যাকব। উল্লেখ্য, ডাফি সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের পাঁচটি ম্যাচে ১২ উইকেট নিয়েছেন এবং চলমান সুপার স্ম্যাশে কয়েকটি ম্যাচেও ভাল করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) ওয়ানডে দলের বাকি সদস্যদের নিয়ে পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বেন ডাফি। PAK ODI Tri-Nation Series Schedule 2025: নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের

জ্যাকব ডাফিকে নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের ঘোষণা

শুধু ফার্গুসন নয়, কেন উইলিয়ামসন এবং ডেভন কনওয়ে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ফ্র্যাঞ্চাইজি লিগের অংশ থাকায় দেরিতে পাকিস্তানে পৌঁছাবেন। পাঁচ দিন পর আগামী ১৯ ফেব্রুয়ারি একই প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে নিউজিল্যান্ড। 'এ' গ্রুপে বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ভারত এবং পাকিস্তান। সম্প্রতি নিউজিল্যান্ড ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভাল করেছে এবং সিনিয়ররা দলে ফিরে আসায় ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল করার আশা করা যায়।

ত্রিদেশীয় সিরিজের নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও'রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং, জ্যাকব ডাফি।