Credits: Wikimedia Commons

মুজাফ্ফরনগর (উত্তরপ্রদেশ), ২১ মার্চ:  স্কুলের পাঠক্রমে ভগবত গীতা (Bhagvad Gita) যুক্ত হলে কোনও অসুবিধা নেই। তবে যেসব পড়ুয়া পাঠক্রমে ভগবত গীতা পড়তে চায় তাদেরই পড়ানো হোক, বাকিদের নয়। ইসলামিক শিক্ষার অন্যতম পীঠস্থান দারুল উলুম দেওবন্দ এই বিবৃতি দিয়েছে। একই সঙ্গে জানিয়েছে, ভগবত গীতা পড়ানোর মধ্যে কোনও ভুল কিছু নেই।

গুজরাট সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সেই রাজ্যের স্কুলে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পাঠক্রমে থাকবে ভগবত গীতা। এরই প্রতিক্রিয়ায় দেওবন্দের সামাজিক সংস্থা জমিয়ে দাওয়াত উল মুসলেমিনের প্রতিষ্ঠাতা মৌলান কারি ইশাক গোরা বলেন, “ পড়ুয়াদের অনুমতি নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ইচ্ছুক পড়ুয়ারাই পড়বে ভগবত গীতা। সমস্ত ধর্মের পবিত্র গ্রন্থ পাঠ খুব ভাল কাজ। আমি যেমন আমার ধর্মগ্রন্থ পাঠ করেছি। তেমন অন্যদের ধর্মগ্রন্থও পড়েছি। আমি গীতা পাঠ করেছি। তবে যে কাউকে পবিত্র ধর্মগ্রন্থ পাঠে বাধ্য করা ঠিক নয়। স্কুল হল শিক্ষার মন্দির। কোনও ধর্মীয় শিক্ষার কেন্দ্র নয়। তাই শিশুমনে জোর করে কিছু চাপিয়ে দেওয়া ভুল হবে। ”