
নয়াদিল্লিঃ সোশ্যাল মিডিয়ায় (Social Media) রোজ হাজার হাজার ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়। যার মধ্যে কিছু নেতিবাচক প্রভাব ফেলে কিছু ইতিবাচক। আর এবার এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় নিন্দের ঝড় উঠেছে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ট্রেনের সঙ্গে তাল মিলিয়ে ছুটছেন এক মহিলা। ট্রেনের গতির সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছেন তিনি।
দেখুন ভাইরাল ভিডিয়োটি
View this post on Instagram
ভাইরাল ভিডিয়োতে ট্রেনের সঙ্গে রেস তরুণীর
ভিডিয়োটি ভাইরাল হতে জানা যায়, ওই মহিলার নাম পিকু। সোশ্যাল মিডিয়ায় তাঁর নাম 'রানফিটপিকু।' পেশায় ফিটনেস ইনফ্লুয়েন্সর। দিল্লির বাসিন্দা। ভিডিয়ো বানাতে ট্রেনের সঙ্গে ছুটতে শুরু করেন তিনি। আর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হতেই তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের বক্তব্য, "ভাইরাল হওয়ার জন্য শেষে ট্রেনের সঙ্গে দৌড়?" কেউ আবার বলছেন, "কিছু ভাল পরামর্শ দিন মানুষকে যা স্বাস্থ্যকর। আপনাকে দেখে লোকে কী শিখবে? ট্রেনের সঙ্গে রোজ দৌড়ানো কি আদৌ সম্ভব?" কেউ কেউ আবার পিকুর এই ভিডিয়োতে ভালবাসায় ভরিয়েছেন। তাঁর শারীরিক ক্ষমতার প্রশংসা করেছেন।
ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তরুণী ইনফ্লুয়েন্সরের কীর্তি
Video: Fitness Influencer Runs Next To Speeding Train, Internet Slams Her For Reckless Stunthttps://t.co/L1IPrEo4rg pic.twitter.com/hV0HyZjLAD
— NDTV (@ndtv) April 15, 2025