নয়াদিল্লিঃ সব ঠিক থাকলে আগামী ১৯ এপ্রিল বিশ্বের সর্বোচ্চ সেতু (World’s Highest Railway Arch Bridge)উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) রিয়াসিতে (Riasi) উদ্বোধন হবে ওই সেতু। রিয়াসি জেলার চেনাব নদীর উপর গড়ে উঠেছে এই সেতু। যা ১৩১৫ নদী ঘাট জুড়ে বিস্তৃত। এই ব্রিজের ১৭৪০ ফুট লম্বা ও ২,৫৭৫ ফুট চওড়া। জম্মু থেকে উত্তরে কাটরা হয়ে পার্বত্য অঞ্চলের মধ্যে প্রবেশ করেছে এই সেতু।
কত টাকা খরচ হয়েছে এই সেতু নির্মাণে?
অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে এই সেতু। ঘণ্টায় ২৬৬ কিমি বেগে বাতাস বহন করার ক্ষমতা রাখে এই সেতু। বিশেষ ইস্পাত দিয়ে তৈরি এই সেতু ভূমিকম্প প্রতিরোধী। ১৫ বছর পর্যন্ত ক্ষয় প্রতিরক্ষায় সহায় এই সেতু। মাঝারি বিস্ফোরণেও কোনও ক্ষতি হবে না এই সেতুর, বলে জানা গিয়েছে। এছাড়া এই সেতুতে রয়েছে নিজস্ব নিরাপত্তাবেষ্টনী। নাশকতা প্রতিরোধে সহায়ক এই সেতু। রেল সূত্রে খবর, এই সেতু নির্মাণে খরচ হয়েছে মোট ২৮ হাজার কোটি টাকা। রেল সূত্রে দাবি করা হয়েছে এই সেতুর আয়ু ১২০ বছর।
নববর্ষেই মোদীর হাতে উদ্বোধন হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ সেতু
Jammu and Kashmir: PM Narendra Modi To Inaugurate Final Section of USRBRL on April 19, World’s Highest Railway Arch Bridgehttps://t.co/Su4CkIgHFU#JammuKashmir #PMModi #USRBRL #ArchBridge
— LatestLY (@latestly) April 14, 2025
নববর্ষেই মোদীর হাতে উদ্বোধন হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ সেতু
Jammu and Kashmir: PM Narendra Modi To Inaugurate Final Section of USRBRL on April 19, World’s Highest Railway Arch Bridgehttps://t.co/Su4CkIgHFU#JammuKashmir #PMModi #USRBRL #ArchBridge
— LatestLY (@latestly) April 14, 2025