কলকাতাঃ সোমবার (Monday) রাতেই ঘুরে গিয়েছে খেলা। স্বস্তির বৃষ্টিতে (Rain) ভিজেছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। ভ্যাপসা গরম থেকে মিলেছে সাময়িক মুক্তি। মঙ্গল সকালেও মনোরম আবহাওয়া। রোদের তেজ নেই বললেই চলে। বইছে ঠাণ্ডা-ঠাণ্ডা হাওয়া। বলা চলে পয়লা বৈশাখের সকালে হতাশ করেনি আব হাওয়া। তবে সকালের আকাশ ভাল থাকলেও বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বিকেলে দক্ষিণবঙ্গের বহু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পয়লা বৈশাখে বৃষ্টি থেকে বেঁচে গিয়েছে উত্তরবঙ্গ। এদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আগামীকাল অর্থাৎ বুধবার ভিজতে পারে উত্তরবঙ্গের বেশকিছু জেলা।
ভিজতে চলেছে কোন কোন জেলা?
আজ, মঙ্গলবার ক্ষিণবঙ্গের ছয়টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর মধ্যে রয়েছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পরেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি কলকাতা, হাওয়া ও দুই চব্বিশ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আংশিকভাবে মেঘলা থাকবে শহরের আকাশ। আগামী ১৬ এপ্রিল থেকে ২ এপ্রিল প্রায় রোজই কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টিতে ভেসতে যাবে পয়লা বৈশাখ?
7 days forecast of #Capital City pic.twitter.com/5OqNOBXWnL
— IMD Kolkata (@ImdKolkata) April 14, 2025