
নয়াদিল্লি: তীব্র দাবদাহে হাঁসফাঁস পরিস্থিতি কাটিয়ে গত কয়েকদিন ধরে জেলায় জেলায় মৃদু ঝড়-বৃষ্টি হচ্ছে। সোমবার সন্ধ্যাতেও বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। মঙ্গলবার আবহাওয়া দফতর ১৬-১৮ এপ্রিল উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। ১৭-১৮ এপ্রিল উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের কিছু স্থানে ৪৩-৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্পর্শ করতে পারে।
পূর্ব উত্তর প্রদেশ, উত্তর মধ্য প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, অন্ধ্র প্রদেশ, উত্তর ছত্তিশগড় এবং উত্তর তামিলনাড়ুর বেশ কয়েকটি স্থানে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
আরও পড়ুন : World Highest Railway Bridge: নববর্ষেই মোদীর হাতে উদ্বোধন হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ সেতু
এদিকে জম্মু, কাশ্মীর, লাদাখ, দিল্লি, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের কিছু অংশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দক্ষিণ কেরালা, পূর্ব অরুণাচল প্রদেশ, পূর্ব আসাম, মণিপুর এবং মিজোরামে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়ার বড় আপডেট
Heatwave Alert: repaid rise in temperature expected over northwest and central India during 16-18 April. Few places of northwest and central India may touch 42-45 °C during 18-20 April. Stay safe and updated with latest forecast.
Video: GFS surface temperature by windy. pic.twitter.com/UKVOvxwcIr
— 🔴All India Weather (@pkusrain) April 15, 2025