
বিশাখাপত্তনম, ১৫ এপ্রিলঃ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করার ভয়ানক অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিশাখাপত্তনমে (Visakhapatnam) চরম নৃশংসতার পরিচয় দিলেন এক ব্যক্তি। ভালোবেসে বিয়ে করা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকারও করেছেন তিনি।
স্থানীয়রা পুলিশকে জানান, দুবছর আগে অনুষা এবং জ্ঞানেশ্বর একে অপরকে ভালোবেসে বিবাহ করেন। ভালোবাসার বিবাহে এত অল্প সময়ের মধ্যে এমন চরম পরিণতি যেন বিশ্বাসই করতে পারছেন না তাঁরা। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে টুকটাক অশান্তি লেগে থাকত। সময় যত এগোল স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ বরং আরও বাড়ল। এরই মাঝে অনুষা অন্তঃসত্ত্বা হন। দুই পরিবার ভেবেছিল, এবার হয়তো আসতে আসতে দুজনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হওয়ার বদলে সব ওলটপালট হয়ে গেল।
কয়েক সপ্তাহের মধ্যেই অনুষার সন্তান প্রসব হওয়ার কথা ছিল। সন্তানকে পৃথিবীর আলো দেখানোর বদলে তার ভূমিষ্ঠ হওয়ার পথই বন্ধ করে দিলেন জ্ঞানেশ্ব। বৈবাহিক বিরোধ এমন চরমে উঠল যে শ্বাসরোধ করে তিনি নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করলেন।
স্ক্যাপসের সাগর নগর ভিউপয়েন্টের কাছে একটি ফাস্ট-ফুড স্টল চালান জ্ঞানেশ্বর। ঘটনার দিন স্ত্রীকে খুন করে তাঁর দেহ ঘরে ফেলে রেখে নিজের দোকানে চলে যান তিনি। পরিবার যখন জানতে পারে ঘরের মধ্যে অনুষা জ্ঞান হারিয়ে পড়ে আছে তৎক্ষণাৎ জ্ঞানেশ্বরে খবর দিতে বলেন তাঁরা। জ্ঞানেশ্বরের বন্ধু-বান্ধব ছুটে গিয়ে তাঁকে খবর দেন। সকলে নিয়ে অনুষাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে দেখা মাত্রই মৃত বলে জানিয়ে দেন।
পুলিশের কাছে নিজের স্বীকারোক্তি দেন জ্ঞানেশ্বর। সবটা পুলিশকে জানান তিনি। অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। অনুষার মা এবং পরিবার জ্ঞানেশ্বরের কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি করেছেন। আগামী দিনে যেন অন্য কোন মেয়েকে এই দিন দেখতে না হয় তার ব্যবস্থা করতে।