জেফ বেজোস(Photo Credit: Wiki Commons)

নতুন দিল্লি, ১৫ জানুয়ারি: অনলাইন শপিং সেন্টারের দাপটে দেশের খুচরো ব্যবসায়ীদের বাজার লাটে উঠেছে অনেকদিন হল। এখন ক্রেতা সাধারণ আকার দোকানে যায় না বাড়িতে বসেই অনলাইনে কেনাকেটা সেরে ফেলে। এর ফলে দেশীয় সংস্থাগুলি ব্যবসায়িক লাভের অঙ্কে মার খেয়ে যায়। লাভের গুড় নিয়ে ফেরে ই-কমার্স জায়েন্টরা। এদিকে মঙ্গলবার তিনদিনের ভারত সফরে দিল্লিতে এসেছেন অ্যামাজনের জেফ বেজোস (Jeff Bezos)। তাঁর আগমনে বেজায় চটেছে দেশের ৩০০ শহরের ব্যবসায়ীরা। বরং জেফ বেজোসের ভারতে আসার প্রতিবাদে বিক্ষোভের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, খুচরো ব্যবসায়ীরা যে আস লোকসানে জর্জরিত, তার নেপথ্যে রয়েছেন জেফ বেজোস ও তাঁর মতো ই-কমার্স জায়েন্টরা।

একটি বাণিজ্যিক অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও এই সফরে সরকারি কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন জেফ বেজোস। প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁর আলোচনা হওয়ার কথা রয়েছে। ভারতের ঐতিহ্যবাহী পোশাক পরে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও পোস্ট করেছেন জেফ বেজোস। তিনি টুইট বার্তায় লিখেছেন, গান্ধী এমন একজন যিনি বিশ্বকেই বদলে দিয়েছেন। আরও পড়ুন-Imran Khan: সাংহাই কর্পোরেশন সামিটে যোগ দিতে ইমরান খানকে আমন্ত্রণ ভারতের

উল্লেখ্য, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের নিয়ে একটি দুদিনের অনুষ্ঠান হচ্ছে দিল্লিতে। আজ ও কাল এই অনুষ্ঠান চলবে। সেখানে বেজোস থাকবেন এমনটাই আশা করা হচ্ছে। সেখানে ই-কমার্স জায়েন্টদের বাড়বাড়ন্তে সাধারণ ব্যবসায়ীদের বেহাল দশা নিয়ে বিশদ আলাপ আলোচনা হবে। এই যে মহা সেলের বিজ্ঞাপন দিয়ে ফোন ব্যবসায়ীদের রীতিমতো লোকসানের মুখে ফেলে দিয়েছে ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো সংস্থা তানিয়ে বিক্ষোভ দেখানো হতে পারে। এক কথায় দোষারোপ ও ক্ষোভের মুখে পড়তে চলেছেন অ্যামাজন সিইও জেফ বেজোস।