একদিকে বাংলাদেশে যখন সংরক্ষণ নিয়ে প্রতিবাদের আগুন ছড়িয়েছে। কার্যত যুবসমাজের প্রতিবাদের কারণে ক্ষমতাচ্যুত হল হাসিনার সরকার। তখন অন্যদিকে ভারতে যাতে এই সংরক্ষণের ইস্যু নিয়ে কোনওরকমের আঁচ না আসে সেই নিয়ে কৌশলী পদক্ষেপ নিল এনডিএ সরকার। দেশে এই নিয়ে যাতে কোনও ঝামেলা না হয় তাই বাবাসাহেব আম্বেদরকরের মতাদর্শকেই সমর্থন করছে মোদী-শাহরা। সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফে তফশিলি জাতি ও উপজাতিদের মধ্যে পিছিয়ে পড়া অংশে জন্য সংরক্ষণের কথা বলেছিল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) বলেন, এই নিয়ে পার্লামেনন্টে বিস্তারিত আলোচনা হয়েছে। আর তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাবাসাহেব আম্বেদকরের সংবিধান অনুযায়ী চলবে এনডিএ সরকার। সেইমতো তফশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণ দেওয়া হচ্ছিল। এর ওপর অতিরিক্ত ক্রিমি লেয়ার দেওয়ার প্রয়োজন নেই।