প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

খেলতে খেলতে বল পড়ে যায় খালে। আর সেই বল কুড়োতে গিয়ে ডুবে গেলেন এক যুবক। বৃহস্পতিবার বিকেলে মধ্যমগ্রামের (Madhyamgram) দিয়ারা গ্রামের নোয়াই খালে ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, এদিন বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল বছর ২০-এর ঋষভ কুণ্ডু। সেই সময় আচমকা ফুটবলটি খালে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে খালে নামে সে। তারপরেই তলিয়ে যায়। বন্ধুরা তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও তা পারেনি। শেষমেশ খবর দেওয়া হয় পুলিশে। যদিও ওই এলাকাটি কোন থানার মধ্যে, সেটা নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়, তারপর রাজারহাট ও মধ্যমগ্রাম থানার পুলিশ মিলিতভাবে তল্লাশি অভিযান শুরু করে। যদিও রাত পেরিয়ে সকাল হলেও এখনও উদ্ধার হয়নি ওই যুবক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খালে বল যেতে ঋষভ ছুটে যায় সেটি কুড়োতে। কিন্তু আচমকা সে ডুবে যায়। আসলে খেলতে খেলতে খালে যায় সেই কারণে শ্বাসপ্রশ্বাসে অসুবিধা হচ্ছিল। যদিও এই ঘটনায় পুলিশি তৎপরতা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছে যুবকের পরিবার। তাঁদের অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ঘটনাস্থলে পুলিশ আসে। এরপরে ডুবুরিরাও সময়মতো আসছিল না। তারপরে যখন এল তখন দীর্ঘক্ষণ খোঁজাখুজির পরেও যুবককে উদ্ধার করা যায়নি। যার ফলে প্রবল উৎকন্ঠার মধ্যে দিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যরা।