Anubrata Mondal Judicial Custody Extended (Photo Credits: Facebook)

গরু পাচার মামলায় জামিনে মুক্ত হয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মন্ডল। নিজের জেলায় ফিরে  আগের মতো দল ও সংগঠনের কাজ শুরু করেছেন। দ্বিতীয় দফায় তিনি কতটা সক্রিয় বা কী তাঁর ভূমিকা, তা নিয়ে জেলার অন্দরে বিস্তর আলোচনা হয়েছে। এসবের মাঝে নতুন বছরের শুরুতে সুখবর পেলেন অনুব্রত মণ্ডল। ফের রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন অনুব্রত। তিনি জেলবন্দী হওয়ায় দুই বছর এই পদটি শূন্য ছিল।এখন থেকে তিনি আবার জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন এবং সরকারি অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

২০১৩ সালে গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি পদে অনুব্রত মণ্ডলকে মনোনীত করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সেই থেকে তিনি চেয়ারম্যান। যার দৌলতে তিনি নীল বাতির গাড়ি, জেড ক্যাটাগরি নিরাপত্তা, সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পেতেন। সেইমতো নানা সরকারি অনুষ্ঠানেও দেখা গিয়েছে অনুব্রতকে। গ্রামাঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন প্রকল্প এই পর্ষদের আওতায় হয়ে থাকে। সে অর্থে বেশ গুরুত্বপূর্ণ গ্রামোন্নয়ন বিভাগের এই পদ। ২০১৯ সাল পর্যন্ত টানা রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের (SRDA)-র চেয়ারম্যান ছিলেন অনুব্রত। এরপর করোনাকাল ও নির্বাচনের কারণে এই পদে নতুন করে কাউকে আনা হয়নি। তারপর গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে দিল্লির তিহাড় জেলে বন্দি ছিলেন কেষ্ট। ২০২৪ সালে অক্টোবরে জামিনে মুক্ত হন।