NCERT (Photo Credits: X)

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (National Council of Educational Research and Training) চলতি বছর তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে সংবিধানের প্রস্তাবনা (Preamble) অংশটি মুছে দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা খারিজ করল এনসিইআরটি (NCERT)। মঙ্গলবার সংস্থার পাঠ্যক্রম অধ্যয়ন ও উন্নয়ন বিভাগের প্রধান অধ্যাপক রঞ্জনা অরোরার জানালেন, এই অভিযোগের কোন ভিত্তি নেই। এনসিইআরটি ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশ যেমন প্রস্তাবনা (Preamble), মৌলিক কর্তব্য (Fundamental Duties), মৌলিক অধিকার (Fundamental Rights) এবং জাতীয় সঙ্গীতকে (National Anthem) অত্যন্ত গুরুত্ব দেয়। আর সেই কারণেই এগুলিকে বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকে স্থান দেওয়া হয়েছে। যাতে ছোটবেলা থেকেই সংবিধান (Constitution) সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি হয় পড়ুয়াদের মধ্যে।

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর (NCERT) তরফে এদিন টুইট করে জানানো হয়, সংবিধানের মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার এবং জাতীয় সঙ্গীতের মত প্রস্তাবনা অংশ থেকেও পড়ুয়ারা সাংবিধানিক মূল্যবোধ অর্জন করবে। তাই ২০২০ জাতীয় শিক্ষা নীতির দৃষ্টিভঙ্গি অনুসরণ করে শিশুদের সামগ্রিক বিকাশের জন্য এই সকল বিষয়কে সমান গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, এবং বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকে তা অন্তর্ভুক্ত করা হয়েছে।

NCERT-এর টুইট...