National Teacher Awards 2023: শিক্ষক দিবসে ৭৫ জন শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন রাষ্টপতি দ্রৌপদী মুর্মু (দেখুন ভিডিও)

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু  আগামীকাল (৫ সেপ্টেম্বর) নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ৭৫ জন শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৩ প্রদান করবেন। প্রতি বছর ৫ সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয়। দেশের শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ অবদানকে শ্রদ্ধা জানিয়ে এবং তাঁদের দায়বদ্ধতার প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করা হয়। এর মধ্য দিয়ে শিক্ষার গুণমান যেমন বৃদ্ধি পায়, পাশাপাশি ছাত্র-ছাত্রীরাও উপকৃত হয়।

প্রতি বছর শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় স্তরে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তর আয়োজন করে। পুরস্কার প্রাপকদের বাছাই করার জন্য দেশজুড়ে একটি স্বচ্ছ পদ্ধতি অবলম্বন করা হয়। এবছর জাতীয় শিক্ষক পুরস্কারের ব্যাপ্তি বৃদ্ধি পেয়েছে।

স্কুল শিক্ষা দপ্তরের পাশাপাশি উচ্চশিক্ষা দপ্তর এবং দক্ষতা বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রকের শিক্ষক শিক্ষিকাদের যুক্ত করা হয়েছে। এবছর যে ৫০ জন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের এই পুরস্কার দেওয়া হবে তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের হাওড়ার রঘুনাথপুর নফর অ্যাকাডেমির ডঃ চন্দন মিশ্র এবং আসামের রাইয়ালি মুগুরিয়ার পাঠশালা সিনিয়ার সেকেন্ডারি স্কুলের কুমুদ কলিতা।

উচ্চশিক্ষা মন্ত্রকের রিপোর্টে যে ১৩ জনকে পুরস্কৃত করা হবে তার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের খড়গপুরের আইআইটি-র অধ্যাপক শ্রী সুমন চক্রবর্তী এবং কল্যাণী আইআইএসইআর-এর শ্রী সায়ম সেনগুপ্ত।

এছাড়াও দক্ষতা বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রক ১২ জন শিক্ষক-শিক্ষিকাকে জাতীয় পুরস্কার প্রদান করবে। এঁদের মধ্যে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের দুর্গাপুর রাষ্ট্রীয় আইটিআই-এর ইনস্টাকটার শ্রী রমেশ রক্ষিত রয়েছেন।

প্রতি বছর জাতীয় শিক্ষক পুরস্কার হিসেবে একটি শংসাপত্র, নগদ পুরস্কার ৫০ হাজার টাকা এবং একটি রৌপ্য পদক দেওয়া হয়। সূত্রের খবর পুরস্কার প্রাপকরা প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।