নতুন দিল্লি, ৪ মার্চ: এবার আর হোলির অনুষ্ঠানে যোগ দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আজ সকালে এক টুইটে মোদি লেখেন, করোনাভাইরাসের (Coronavirus Scare) প্রাদুর্ভাব ছড়িয়ে যাতে না পড়ে তার জন্য জন সমাগম কমাতে তিনি হোলি মিলান কর্মসূচিতে অংশ নেবেন না। মোদি টুইটে লেখেন, "বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে জন সমাগম হ্রাস করার পরামর্শ দিয়েছেন। তাই, এই বছর আমি কোনও হোলি মিলান (Holi Milan 2020) অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" একই কারণে হোলি মিলান অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ।
এর আগে কয়েকটি টুইটে প্রধানমন্ত্রী মোদি উল্লেখ করেছিলেন যে তিনি করোনাভাইরাস মোকাবিলায় দেশের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। তিনি বলেন মারণ এই ভাইরাস নিয়ে এখনই ভয় পাওয়ার কোনও কারণ নেই। তবে প্রত্যেকেরই নিজের সুরক্ষা সুনিশ্চিত করতে সচেতনতা অবলম্বন করা জরুরি। আমাদের একসাথে কাজ করা, ছোট ছোট তবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া দরকার। প্রধানমন্ত্রী মোদি আরও লেখেন, "করোনাভাইরাস মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে পর্যালোচনা করেছি। ভারতে আসা সবার স্ক্রিনিং করা থেকে তাৎক্ষণিক চিকিৎসা সরবরাহ করা পর্যন্ত বিভিন্ন মন্ত্রক এবং রাজ্য একসঙ্গে কাজ করছে।" আরও পড়ুন: Coronavirus Scare in India: করোনা আতঙ্কে তৎপর সরকার, 'চিন্তা করবেন না' বার্তা নরেন্দ্র মোদির
Experts across the world have advised to reduce mass gatherings to avoid the spread of COVID-19 Novel Coronavirus. Hence, this year I have decided not to participate in any Holi Milan programme.
— Narendra Modi (@narendramodi) March 4, 2020
দেশজুড়ে এবার আরও প্রবল হল করোনাভাইরাসের আতঙ্ক। করোনা ত্রাসে কাঁপছে দিল্লি, নয়ডা, লখনউ এবং বেঙ্গালুরুও। ইতিমধ্যে দিল্লি ও তেলেঙ্গানায় আরও দু'জন আক্রান্ত বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেরালায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ জন।কিন্তু এরপর ভারতে এই রোগের আর কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু সোমবার দিল্লি ও তেলেঙ্গানার দু জনের করোনায় আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এরপরই ঝড়ের গতিতে ছড়াতে থাকে আতঙ্ক। করোনা আতঙ্কে আজ নয়ডার দুটি স্কুল আগামী তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বাতিল হয়েছে স্কুলের পরীক্ষাও। নয়ডার ওই নামী ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা মিলে একটি জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল। সেই পার্টিতে উপস্থিত ছিলেন করোনায় আক্রান্ত এক ব্যক্তি। উপস্থিত ছিল পাঁচটি পরিবার-সহ স্কুলের ২৫ জন বন্ধুবান্ধব। ওই ব্যক্তি ইতালি থেকে ফিরেছিলেন। গোটা স্কুল স্যানিটাইজড করা হবে। করোনা আক্রান্ত ব্যক্তিকে আপাতত হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। তবে তাঁর অবস্থা এখন ঠিক আছে। স্কুলের সব পড়ুায়াদের বাড়ি পাঠিয়ে দেওয়া হলেও, দুই পড়ুয়াকে কোয়ারেনটাইনড করা হয়েছে।