মুম্বই, ৩ সেপ্টেম্বর: দেশের অর্থনৈতিক অধোঃগতি চলছেই। জিডিপি ৫ শতাংশে নামার পরেই এক ধাক্কায় সেনসেক্স পড়ল ৭৭০ পয়েন্ট। মঙ্গলবার দিনের শেষে ৩৬৫৬২.৯১ তে এসে দাঁড়ায় সেনসেক্স। শুধু সেনসেক্সই নয়, নিফটির অঙ্কও ১০৮০০ এর নীচে নেমে গিয়েছে। মঙ্গলবারের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিফটি এসে দাঁড়িয়েছে ১০৭৯৭.৯ পয়েন্টে।কয়েক দিন আগেই দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে মিশিয়ে চারটি করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নির্মলা সীতারমণের দাবি ছিল, এতে ঋণের জোগান বাড়বে। যা অর্থনীতিকে ৫ লক্ষ কোটি ডলারে পৌঁছাতে সাহায্য করবে।
কয়েক দিন আগেই দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে মিশিয়ে চারটি করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নির্মলা সীতারমণের দাবি ছিল, এতে ঋণের জোগান বাড়বে। যা অর্থনীতিকে ৫ লক্ষ কোটি ডলারে পৌঁছাতে সাহায্য করবে। একই সময়ে সরকারি রিপোর্টেই উঠে এসেছে আরও একটি তথ্য। জিডিপি বৃদ্ধির হার নেমে এসেছে ৫ শতাংশে। অর্থমন্ত্রী যতই দীর্ঘমেয়াদি দাওয়াই ঘোষণা করুন, দেশের এই অর্থনৈতিক সঙ্কট প্রত্যক্ষ প্রভাব ফেলেছে বাজারে। বেহাল দশা শেয়ার বাজারেও। আইসিআইসিআই ব্যাংক, টাটা মোটরস, টাটা স্টিল, ইন্ডাসল্যান্ড ব্যাংকের স্টক এ দিন শেষ করেছে ৪.৪৫ শতাংশে, যা বিশ্লেষকদের মতে খুবই উদ্বেগজনক। এনএসই-এর ক্ষেত্রে ৫০ এর মধ্যে ৪৮টি ইউনিটই বিপদমাত্রা (সূচকে ৫০ পয়েন্ট) পার করে গিয়েছে। শুধু ৫০ এর উপরে রয়েছে টেক মহিন্দ্রা ও এইচসিএল। এভাবে চলতে থাকলে রিসেশনের চাপে ভারতীয় অর্থনীতি একেবারে ধরাশায়ী হয়ে পড়বে। মধ্যবিত্তের হাল হবে সব থেকে করুণ। আরও পড়ুন-অর্থনৈতিক মন্দা প্রসঙ্গে মোদি সরকারকে মোক্ষম খোঁচা পি চিদম্বরমের, আদালতের বাইরে কী বললেন তিনি? (দেখুন ভিডিও)
আজ এনিয়ে কেন্দ্রের মোদি সরকারকে ঠাট্টা করলেন সিবিআই হেফাজতে থাকা প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি হাত তুলে পাঞ্জা দেখিয়ে পাঁচ শতাংশ জিডিপির ব্যাখ্যা দেন, আসলে খোঁচা মারেন। আর্থিক বিশেষজ্ঞদের মতে, রোজকারের ব্যবহার্য জিনিসের বিক্রি কমছে। নয়া বিদেশি বিনিয়োগ নীতি, গাড়ি শিল্পের ভয়াবহ পতনের কারণেই বাজারে এই অস্থিরতা। এরপর সেনসেক্সের সূচক আরও তলানিতে পড়বে।