Elections 2024. (Photo Credit: Twitter@airnews_kolkata)

মুম্বই, ২৬ অক্টোবর: মহারাষ্ট্রে বিধানসভায় ভোট ( Maharashtra Assembly Elections 2024) একেবারে দোরগড়ায়। কিন্তু আসন সমঝোতা নিয়ে এনডিএ (মহায়ুতি) এবং ইন্ডিয়া (মহাআগাড়ি) জোটের দলগুলির মধ্যে টানাপোড়েন অব্যাহত। আজ, শনিবার সারাদিন দফায় দফায় বৈঠকের পরেও বেশ কয়েকটি আসন নিয়ে দুটি মহজোটের দলগুলির মধ্যে জটিলতা আছে। কোথাও বিজেপি আসন ছাড়তে রাজি হলে একনাথ শিন্ডের শিবসেনা আর অজিত পাওয়ারের এনসিপি-র মধ্যে সেখানে প্রার্থী দেওয়া নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। আবার কোথাও হচ্ছে উল্টোটা। অন্য শিবিরে আবার কংগ্রেস প্রার্থী দিতে চাইলে শিবসেনা (উদ্ভব ঠাকরে) রাজি হলেও এনসিপি বেঁকে বসছে। এখনও দুটি শিবিরের মধ্যেই ২০-২৫টি আসন নিয়ে জটিলতা থেকেই যাচ্ছে। এরই মধ্যে দ্বিতীয় দফায় বিজেপি আরও ২২টি আসনে প্রার্থী দিল। প্রথম দফায় বিজেপি ৯৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল। ১২১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি সরাসরি চাপে রাখল একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার-কে।

অন্যদিকে, আসন সমঝোতা নিয়ে উদ্ভব ঠাকরে, শরদ পওয়ারদের সঙ্গে দরকষাকষির মাঝেই কংগ্রেস তাদের দ্বিতীয় ও তৃতীয় দফা মিলিয়ে ৩৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে কংগ্রেস মোট ৮৭টি আসনে প্রার্থীদের নাম জানিয়েছে। মহাআগাড়ি জোটের আসন সমঝোতা ঠিক পথে এগোলে কংগ্রেস সব মিলিয়ে ১০০-১০৫টি আসনে প্রার্থী দিতে পারে।

তৃতীয় দফায় প্রার্থী ঘোষণা কংগ্রেসের

দ্বিতীয় দফায় ২২টি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির

আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে ২৮৮টি আসনে এক দফায় ভোটগ্রহণ হবে। ফলপ্রকাশ ২৩ নভেম্বর।