Elephant (Photo Credits: X)

বুনো হাতির দলকে চা বাগান থেকে সরাতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক বনকর্মীর। হাতির হামলায় মৃত্যু হল মদন কুমার দেওয়ান নামে এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের (Alipurduar) কালচিনি চা বাগান এলাকায়। এদিন সকালেই বনকর্মীদের কাছে খবর আসে যে একটি চা বাগানে হানা দিয়েছে হাতির দল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় ফরেস্ট বিভাগের আধিকারিক ও কর্মীরা। আর সেখানেই মৃত্যু হয়েছে ওই কর্মীর। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে হাতির দলটিও জঙ্গলে চলে গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, চা বাগানে কমপক্ষে ৫ থেকে ৬টি হাতি হানা দিয়েছিল। খবর পেয়েই ঘটনাস্থলে যান বেশ কয়েকজন বনকর্মী। তবে হাতির দলকে সরাতে গিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন মদন দেওয়ান। আর সেখানেই একটি বুনো হাতি তাঁর ওপর হামলা চালায়। আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু ঘটে ওই কর্মীর। এরপর হাতির দল এলাকা ছেড়ে চলে গেলে তাঁর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তারপর সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।