Photo Credits: Wikipedia and PTI

লোকসভা ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। দেশে সাত দফায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভোট। পয়লা জুন সপ্তম দফায় ভোটগ্রহণের মাধ্যমে শেষ হবে ভোটপর্ব। ৭০-৮০ দিন ধরে চলা ভোটপর্বে এক এক জায়গায় এক একদিনে ভোট।

এক নজরে দেখে নেওয়া যাক দেশের মহানগরগুলিতে কবে হবে ভোটগ্রহণ--

কলকাতা (২টি আসন): পয়লা জুন

কলকাতায় দুটি লোকসভা আসন আছে। ১) উত্তর কলকাতা ও ২) দক্ষিণ কলকাতা। এ ছাড়াও যাদবপুর ও দমদম লোকসভার মধ্যে কলকাতা শহরতলীর কিছু এলাকা আছে। কলকাতায় ভোট হবে একেবারে সপ্তম দফায়, সবার শেষে। গোটা দেশের সব বড় শহর শেষে তিলোত্তমা নগরীতে জুন মাসের প্রথম দিনে ভোট। যাদবপুর, দমদম লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ হবে পয়লা জুন। হাওড়া, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মণ্ড হারবার-এও ভোটগ্রহণ হবে পয়লা জুন। পশ্চিমবঙ্গে সাত দফায় ভোটগ্রহণ হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৪ মে।

মুম্বই (৬টি আসন): ২০ মে

মায়াবী নগর মুম্বই ভোট ২০ মে। বলিউডের শহরে মোট ৬টি লোকসভা আসন আছে। মহারাষ্ট্রের রাজধানী শহরে লোকসভা আসনগুলি হল- ১) মুম্বই নর্থ, ২) মুম্বই সাউথ, ৩) মুম্বই সাউথ-সেন্ট্রাল, ৪) মুম্বই নর্থ সেন্ট্রাল, ৫)মুম্বই নর্থ-ইস্ট ও মুম্বই নর্থ-ওয়েস্ট, মায়ানগরীতে এই ৬টি লোকসভা কেন্দ্র আছে। মুম্বইয়ে ভোটদানের হার খুব কম থাকে। কলকাতার মত মুম্বইবাসী ভোট নিয়ে ততটা সচেতন নন।

দিল্লি (৭টি আসন): ২৫ মে

দেশের রাজধানী শহরে ভোটগ্রহণ ২৫ মে। দিল্লিতে মোট সাতটি লোকসভা কেন্দ্র আছে-১) চাঁদনি চক, ২) নতুন দিল্লি, ৩) পূর্ব দিল্লি, ৪) পশ্চিম দিল্লি, ৫) উত্তর পূর্ব দিল্লি, ৬) উত্তর পশ্চিম দিল্লি, ৭) দক্ষিণ দিল্লি।

চেন্নাই (৩টি আসন): ১৯ এপ্রিল

মারিনা বিচের শহরে ভোট একেবারে প্রথম দফায়, ১৯ এপ্রিল। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে তিনটি লোকসভা আসন আছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৭ মার্চ

হায়দরাবাদ (৫টি আসন): ১৩মে

চারমিনারের শহরে ভোটগ্রহণ ২৫ এপ্রিল। তেলাঙ্গানার রাজধানী হায়দরাবাদে মোট ৫টি লোকসভা আসন আছে। চতুর্থ দফায় হায়দারাবাদে ভোটগ্রহণ।

বেঙ্গালুরু (৪টি আসন): ২৬ এপ্রিল

কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে মোট চারটি লোকসভা আসন আছে। বেঙ্গালুরুতে ভোটগ্রহণ হবে দ্বিতীয় দফায়। ২৬ এপ্রিল হবে ভোটগ্রহণ। প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ৪ এপ্রিল।