Karnataka Highcourt Photo Credit: File Image

বেঙ্গালুরু: স্বামীর (husband) বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ (498A) ধারায় অভিযোগ দায়ের করতে পারবেন না দ্বিতীয় স্ত্রী (Second wife)। সম্প্রতি একটি মামলার শুনানিতে এই রায়ই দিলেন কর্নাটক হাইকোর্ট (Karnataka HIgh Court)। বিয়েটিকে অবৈধ বলে মান্য করে ৪৬ বছরের একজন ব্যক্তিকে বেকসুর মুক্তি দিল।

কর্নাটক হাইকোর্টের বিচারপতি এস রাচাইয়ার সিঙ্গেল বেঞ্চ উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর জানান, মামলাকারী মহিলাটি যখন অভিযুক্তের দ্বিতীয় স্বী হিসেবে নিজেকে দাবি করছেন তখনই স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ ধারায় মামলা করার অধিকার হারিয়েছেন ওই মহিলা। অন্যভাবে বলতে গেলে স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা করার রাস্তা নেই দ্বিতীয় স্ত্রীর। নিম্ন আদালত এই বিষয়ে অভিযুক্তকে শাস্তি দিয়ে কিছু ভুল করেছে তাই সেগুলো ঠিক করার জন্য হাইকোর্ট তাতে হস্তক্ষেপ করছে।

মামলাকারী মহিলার অভিযোগ ছিল, কর্নাটকের টুমাকুরু (Tumakuru) জেলার ভিট্টাভাথানাহাল্লির বাসিন্দা কান্থারাজুর সঙ্গে পাঁচ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। একটি পুত্র সন্তানও হয়েছিল তাঁদের। পরে মহিলাটির শারীরিক সমস্যা দেখা দেয় এবং তিনি বিকলাঙ্গ ও অক্ষম হয়ে পড়েন। এই ঘটনার পর থেকেই প্রতিমুহূ্র্তে কান্থারাজু তাঁকে মানসিক ও শারীরিক ভাবে হেনস্থা করত বলে অভিযোগ।

বাধ্য হয়ে একদিন স্বামীর বিরুদ্ধে মামলা করেন ওই মহিলা। টুমাকুরুর ট্রায়াল কোর্টে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০১৯ সালের ১৮ জানুয়ারি। অক্টোবরের ১৮ তারিখ একই রায় বজায় রাখে সেশন কোর্ট। শেষে কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সাজাপ্রাপ্ত ব্যক্তি।