ইসরোর ক্ত্রিম উপগ্রহ (Photo Credits: ISRO)

শ্রীহরিকোটা, ১২ আগস্ট: ব্যর্থ হল ইসরোর (ISRO) নয়া প্রচেষ্টা৷ যান্ত্রিক গোলযোগের কারণে কাঙ্খিত কক্ষপথে পৌঁছাতে পারল না ইসরোর কৃত্রিম উপগ্রহ৷ বৃহস্পতিবার ভোর ৫ টা বেজে ৪৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপন করা হয় ইওএস-০৩ নামের একটি উপগ্রহ। GSLV-F10 রকেটের মাধ্যমে পৃথিবীর জিওসিনক্রোনাস ট্রান্সফার কক্ষপথে এই কৃত্রিম উপগ্রহকে স্থাপনের উদ্দেশ্য ছিল ইসরোর৷ এই আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট উৎক্ষেপণের সঙ্গে সঙ্গেই টুইট বার্তায় দেশবাসীকে বিষয়টি জানায় ইসরো৷ মূলত সুনামি, মেঘভাঙা বৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের খবর সঠিকভাবে আগেভাগে পাওয়ার জন্যই ইসরোর এই উপগ্রহ প্রেরণ৷ আরও পড়ুন-Madhya Pradesh: ভারতের প্রথম 'ওয়াটার প্লাস' শহর ইন্দোর, কেন জানেন?

যান্ত্রিক গোলযোগের কারণেই যে উপগ্রহটি পৃথিবীর কক্ষপথ পর্যন্ত যেতে পারেনি তা অভিযান ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গেই আরও এক টুইট বার্তায় বিষয়টি প্রকাশ্যে আনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ পৃথিবীর দিকে ধেয়ে আসা প্রাকৃতিক দুর্যোগের গতিপ্রকৃতি আগাম বুঝতেই ইসরোর এই উৎক্ষেপণ ছিল৷ উৎক্ষেপণ সফলভাবে হলেও আসল কাজটাই হল না৷