নয়াদিল্লিঃ বাড়ছে গরম (Heat)। আর এই গরম থেকে মুক্তি পেতে ক্লাসরুমের (Classroom) দেওয়ালে (Wall) গোবরের (Cow Dung) প্রলেপ দিয়ে বিতর্কে জড়ালেন অধ্যক্ষা। ঘটনাটি ঘটেছে দিল্লির লক্ষ্মীবাই কলেজ (Lakshmibai College in Delhi)। এই কলেজের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে, ক্লাসরুমের দেওয়ালে গোবর লেপছেন কলেজের অধ্যক্ষা প্রত্যুষ ভাটসালা। কলেজের এক কর্মীকে নিয়ে এই কাজে হাত লাগিয়েছেন তিনি। আর এই ভিডিয়োকে ঘিরেই নিন্দের ঝড় সোশ্যাল মিডিয়ায়।
দেওয়ালে গোবর লেপে বিতর্কের মুখে অধ্যক্ষা
"অধ্যক্ষা নিজেই যদি এসবে ব্যস্ত থাকে তবে কলেজে পড়াশোনা হবে কখন?" প্রশ্ন তুলছেন নেটিজেনরা। অন্য আর একজন লিখেছেন, 'কলেজে গোবর ঢুকেছে। এরপর গো-মূত্রও আসবে।" কেউ-কেউ আবার অধ্যক্ষার প্রশংসাও করেছেন। সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার পর সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন অধ্যক্ষা। তিনি বলেন, "লোকজন কিছু না বুঝেই সমালোচনা করছেন। কলেজের দেওয়ালে গোবর লেপা হয়েছে একটি গবেষণা প্রকল্পের প্রয়োজনে। মূলত ক্লাসরুম ঠান্ডা রাখার জন্য এটা করা হয়েছে, যা একটি প্রকল্পের অংশ। এই গবেষণা প্রক্রিয়াধীন। এই সম্পর্কে পূর্ণ বিবরণ দিতে ১ সপ্তাহ সময় চেয়ে নিচ্ছি।"
আরও পড়ুনঃ
গরমের হাত থেকে বাঁচতে ক্লাসরুমের দেওয়ালে গোবর লেপছেন অধ্যক্ষা, ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড়
दिल्ली यूनिवर्सिटी की प्रिंसिपल ने गर्मी से राहत पाने के लिए अपनाया देसी तरीका...
लक्ष्मीबाई कॉलेज की प्रिंसिपल डॉ. प्रत्युष वत्सला का गोबर से दीवारें लीपते हुए वीडियो वायरल. कहा: इसका मकसद गर्मियों में कक्षाओं को प्राकृतिक तरीके से ठंडा रखना है.#DelhiUniversity #DU #Viral… pic.twitter.com/QruN8lc61f
— AajTak (@aajtak) April 14, 2025