Indigo Flight (Photo Credit: Wikipedia)

আমেদাবাদ: কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু (Bengaluru) থেকে গুজরাটের আমেদাবাদে (Ahmedabad) যাচ্ছিল ইন্ডিগো (IndiGo) এয়ারলাইন্সের একটি বিমান (flight)। অবতরণের (landing) সময় বিমানের পিছনের অংশ (tail strike) ধাক্কা খেল রানওয়েতে।

এর ফলে অবশ্য কোনও ক্ষতি হয়নি বিমানটিতে থাকা যাত্রীদের। কোনওরকম ভাবে নিরাপদে অবতরণ করিয়ে বিমানটির মেরামত করানো হয়। ইতিমধ্যে ঘটনাটি কীভাবে ঘটল তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ইন্ডিগো সংস্থা।