আমেদাবাদ: কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু (Bengaluru) থেকে গুজরাটের আমেদাবাদে (Ahmedabad) যাচ্ছিল ইন্ডিগো (IndiGo) এয়ারলাইন্সের একটি বিমান (flight)। অবতরণের (landing) সময় বিমানের পিছনের অংশ (tail strike) ধাক্কা খেল রানওয়েতে।
IndiGo flight 6E6595, operating from Bengaluru to Ahmedabad experienced a tail strike while landing in Ahmedabad. The aircraft was declared grounded at Ahmedabad airport for necessary assessment and repairs. The incident is under investigation by relevant authorities: IndiGo's… https://t.co/fj8rUAlGHN pic.twitter.com/NDGB8a0sOS
— ANI (@ANI) June 15, 2023
এর ফলে অবশ্য কোনও ক্ষতি হয়নি বিমানটিতে থাকা যাত্রীদের। কোনওরকম ভাবে নিরাপদে অবতরণ করিয়ে বিমানটির মেরামত করানো হয়। ইতিমধ্যে ঘটনাটি কীভাবে ঘটল তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ইন্ডিগো সংস্থা।
An IndiGo flight experienced a tail strike while landing in Ahmedabad, Gujarat today. The flight was flying from Bengaluru to Ahmedabad. It has currently landed safely and has been declared grounded. All the passengers on the flight were safe. IndiGo has ordered a detailed… pic.twitter.com/CetUuCvsKQ
— ANI (@ANI) June 15, 2023