Coronavirus Cases In India: ৮৩.৬৪ লাখের গণ্ডী পেরোলো ভারতের কোভিড রোগীর সংখ্যা, দৈনিক সংক্রমণ ৫০ হাজার ২০৯
হাসপাতালের ওয়ার্ড (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৫ নভেম্বরদেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ। বুধবার সারাদিনে তুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৫০ হাজার ২০৯ জন। প্রায় এক সপ্তাহ ধরে আশাজনক হারে দৈনিক সংক্রমণ কমে যাওয়ার পর আমকাই আক্রান্তের সংখ্যা বাড়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ দীর্ঘ হচ্ছে। গতকাল সারাদিনে দেশে করোনার বলি ৭০৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের তত্যা অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ লাখ ৬৪ হাজার ৮৬। তবে দৈনিক সংক্রমণ হঠাৎ করে বেড়ে গেলেও গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেসের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছে মানুষ। গতকাল সারাদিনে ৫ হাজার ৮২৫টি অ্যাকটিভ কেস কমেছে।

দেশে সবমিলিয়ে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ২৪ হাজার ৩১৫ জন। এই মুহূর্তে মোট অ্যাকটিভ কেস ৫ লাখ ২৭ হাজার ৯৬২। গতকাল সারাদিনে হাসপাতাল থেকে ৫৫ হাজারেরও বেশি রোগী সুস্থ হয়ে যাওায়ায় ছাড়া পেয়েছেন। ৭৭ লাখ ১১ হাজার ৮০৯জন ইতিমধ্যেই করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। ভারতে করোনা থেকে সুস্থতার হার ৯১ শতাংশ। প্রতিদিন সংক্রমণের মাত্রা কমতে থাকায় বেশ কয়েকটি রাজ্যে কোভিড সংক্রান্ত নিয়ম কানুনও ধীরে ধীরে শিথিল হচ্ছে। তবে এতকিছুর মধ্যেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা শুনিয়েছেন সতর্কবাণী, ভারতে যেকোনও দিন শুরু হতে পারে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ। কারণ তেমন সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন-North Korea Bans Smoking: এবার কিম-জং-উন শাসিত উত্তর কোরিয়ায় নিষিদ্ধ প্রকাশ্যে ধূমপান

এএনআই টুইট

ইউরোপে ইতিমধ্যেই কোভিডের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। গোটা মহাদেশের বিভিন্ন স্টেটে চলছে ৬ সপ্তাহের লকডাউন। ফেব্রুয়ারি পর্যন্ত জারি হয়েছে হেলথ ইমার্জেন্সি। প্রতিদিন দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় প্রশাসনের তরফে হাসপাতালে বেড বাড়ানোর ভাবনাচিন্তা করা হয়েছে।